শেষ আপডেট: 2nd October 2024 08:36
দ্য ওয়াল ব্যুরো: লেবাননে টানা এয়ারস্ট্রাইক হামলার পর মঙ্গলবার রাতে ইজরায়েল রকেট হামলার শিকার হয়েছে। তাদের ওপর আক্রমণ করেছে ইরান। তেল আভিবকে লক্ষ্য করে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়েছে তাঁরা। তবে ইজরায়েল কিন্তু এর পাল্টা দিতেও তৈরি! এমনই হুঁশিয়ারি দিয়েছেন সে দেশের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ইরানের উদ্দেশে বিরাট বার্তা দিয়েছেন তিনি।
ইজরায়েল সেনাবাহিনী জানিয়েছে, অন্তত ১৮১টি মিসাইল ছোড়া হয়েছিল ইরানের তরফে। কিন্তু তাঁদের এয়ার ডিফেন্স সিস্টেম তার বেশিরভাগটাই প্রতিরোধ করে। কিন্তু তেল আভিবের কয়েকটি এলাকায় ক্ষতি হয়েছে, অল্প কিছুজন আহত হয়েছেন বলে জানিয়েছে আইডিএফ। আর এরপরই ইজরায়েল প্রধানমন্ত্রীর হুঙ্কার, ''ইরান বিরাট ভুল করে ফেলেছে। সময়মতো এর জবাব ঠিক পেয়ে যাবে তাঁরা। আমরা তৈরি আছি!'' অনুমান করাই যাচ্ছে, খুব তাড়াতাড়ি এই হামলার পাল্টা দিতে চলেছে ইজরায়েল।
ইরান-লেবানন-ইজরায়েল... আরব দুনিয়ার সামগ্রিক যা পরিস্থিতি তাতে ভয় পাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রও। কারণ ইরানের হামলার পর তাঁদের তরফে বার্তা দিয়ে বলা হয়েছে, পরিস্থিতি আরও খারাপ হওয়ার যথেষ্ট সম্ভাবনা তৈরি হয়ে গেছে। আর ইরানকে বড়সড় ধাক্কা খেতে হতে পারে। তাহলে কি আমেরিকাও পাল্টা মিসাইল হানার আশঙ্কা করছে? সেটা এখনও স্পষ্ট নয়।
বিগত কয়েকদিন ধরে লেবাননে টানা এয়ারস্ট্রাইক চালিয়েছে ইজরায়েল। ধ্বংস করেছে একাধিক হিজবুল্লা ঘাঁটি। এই গোষ্ঠীর প্রধান সহ আরও অনেক শীর্ষ নেতাকেও তাঁরা নিকেশ করেছে বলে দাবি করা হয়েছে। মঙ্গলবার সকাল থেকে এয়ারস্ট্রাইক নয়, লেবানেন ঢুকে হিজবুল্লা ঘাঁটি ধ্বংস করতে শুরু করে ইজরায়েল সেনাবাহিনী। রাতেই ইরান তাদের ওপর হামলা করে। ইরান সেনা পাল্টা প্রত্যাঘাত শুরু করায় আরও বড় যুদ্ধের পরিস্থিতি তৈরি হল বলেই মনে করা হচ্ছে।
হিজবুল্লা প্রধান হাসান নাসরাল্লাকে মারার পর মনে করা হয়েছিল আইডিএফ কিছুটা শান্ত হবে। কিন্তু তেমনটা হয়নি। বরং হামলার ঝাঁজ আরও বাড়ানো হয়েছে। এর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আক্রমণ বন্ধ রাখার প্রস্তাব এসেছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও ফোন করে শান্তির বার্তা দিয়েছেন। কিন্তু কারও কথারই আপাতত গুরুত্ব দেননি ইজরায়েল প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।