দীর্ঘ সময় কেটে গেলেও কোনও আন্তর্জাতিক সংবাদসংস্থাই হতাহতের বিস্তারিত খবর দিতে পারেনি। ইরানি সংবাদমাধ্যমও এই ব্যাপারে নীরব।
শেষ আপডেট: 13 June 2025 04:15
দ্য ওয়াল ব্যুরো: ইরানের রাজধানী তেহরানে (Teheran, capital of Iran) বৃহস্পতিবার মাঝরাতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইজরায়েল (missile attack by Israel) । ইরানের সরকারি টেলিভিশন চ্যানেলের খবর অনুযায়ী তেহরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডের (Islamic Revolution Gourd) দপ্তর ছিল হামলার প্রধান নিশানা। আবাসিক এলাকাতেও ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। ইরানের নাতাঞ্জে অবস্থিত দেশটি পারমাণবিক কেন্দ্রেও হামলা হয়। হামলায় ইসলামিক রেভল্যুশনারি গার্ডের কমান্ডার ইন চিফ নিহত হয়েছেন বলে খবর।
তবে হামলার পর দীর্ঘ সময় কেটে গেলেও কোনও আন্তর্জাতিক সংবাদসংস্থাই হতাহতের বিস্তারিত খবর দিতে পারেনি। ইরানি সংবাদমাধ্যমও এই ব্যাপারে নীরব। হামলার পর তেহরান-সহ একাধিক শহরের বিমান বন্দরে উড়ান ওঠানামা বন্ধ করে দিয়েছে ইরান। অন্যদিকে, ইরানের প্রক্যাঘাতের জরুরি অবস্থা জারি করেছে ইজরায়েল প্রশাসন।
তাৎপর্যপুর্ণ বিষয় হল, এই হামলার পর পরই মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও বিবৃতি দিয়ে জানান, ইজরায়েলের এই হামলার সঙ্গে আমেরিকার কোনও ধরনের সম্পর্ক নেই। ইজরায়েলের পরম মিত্র আমেরিকার এমন তড়িঘড়ি বিপরীত প্রতিক্রিয়া কূটনৈতিক মহলকে বিস্মিত করেছে। তথ্যভিজ্ঞ মহল মনে করছে, ইজরায়েলের অতিসক্রিয়তায় আমেরিকা অসন্তুষ্ট।
মার্কিন প্রতিক্রিয়ায় বিব্রত তেল আবিব হামলার পর পরই বিশ্বজনমত গড়তে নেমে পড়ে। ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ঘোষণা করেন কেন তাঁরা তেহরানের উপর হামলা চালিয়েছেন। তাঁর দাবি, আগাম সতর্কতা হিসাবেই এই সিদ্ধান্ত। ইরান ইজরায়েলের উপর হামলার প্রস্তুতি চালাচ্ছে জানতে পেরে তাঁরা আগাম হামলার সিদ্ধান্ত নেয় নিজের জনগণের সুরক্ষার বিষয়টি বিবেচনায় রেখে। একই কথা বলেছেন ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইজরায়েল কার্তজ। তিনি বলেন, ইরানে হামলা রুখতে আগাম প্রতিরোধমূলক ব্যবস্থা হিসাবে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।