শেষ আপডেট: 26th October 2024 08:53
দ্য ওয়াল ব্যুরো: ইরানের রাজধানী তেহরানে ভারতীয় সময় শনিবার ভোর রাতে জোরদার বোমা হামলা শুরু করেছে ইজরায়েল। দুই দেশের সংবাদমাধ্যমই জানিয়েছে, বোমা নিক্ষেপ করা হয়েছে ইরানের রাজধানীতে অবস্থিত সেনা বাহিনীর অধীনে থাকা এলাকায়। বোমা হামলায় ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। হতাহতের সংখ্যাও জানায়নি কোনও পক্ষ।
হামলা এখনও চলছে। ইরানের প্রতিরক্ষা বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা ঠেকানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইজরায়েলের হামলায় ইরানি সেনার বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে বলে আল-জাজিরা টেলিভিশন জানিয়েছে একটু আগে মার্কিন সংবাদমাধ্যমও জানিয়েছে, ইরানের উপর ইজরায়েলি হামলা অব্যাহত। এ নিয়ে ছয় মাসে দ্বিতীয়বার হামলা চালাল ইজরায়েল।
মনে করা হচ্ছে ১ অক্টোবরের হামলার প্রতিশোধ নেওয়া শুরু করল তেল আবিব। প্যালেস্টাইনের গাজা এবং লেবাননে ইজরায়েলের লাগাতার হামলার জবাবে গত ১ অক্টোবর নতুন করে বিবাদে জড়ায় ইরান। ইজরায়েলের উপর দুশো ক্ষেপণাস্ত্র ছোড়ে তেহরান।
শনিবার ভোরে ইরানের উপর হামলার সময় ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু তেল আবিবের একটি বাঙ্কারে ছিলেন। সেখানে বসে হামলা পর্যালেচনা করেন তিনি। সঙ্গে ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট। গত সপ্তাহে নেতানিয়াহুকে হত্যার উদ্দেশ্যে তাঁর বাঙ্কারে হামলা চালায় হিজবুল্লাহ। তিনি তখন সেখানে না থাকায় বেঁচে গিয়েছেন।