ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইজরায়েল কাটজ (Israel Katz) জানিয়েছেন, ইরানের কুদস ফোর্সের (Quds Force) ‘প্যালেস্তাইন কর্পস’-এর নেতা সাঈদ ইজাদি (Saeed Izadi) নিহত হয়েছেন। কাটজ বলেছেন, “ইজরায়েলের গোয়েন্দা এবং বিমানবাহিনীর জন্য এটি একটি বড় সাফল্য।”
প্রতীকী ছবি
শেষ আপডেট: 21 June 2025 16:28
দ্য ওয়াল ব্যুরো: যদি ইজরায়েলের পাশে দাঁড়িয়ে আমেরিকা ইরানে আক্রমণ করে, তাহলে তারা লোহিত সাগরে (Red Sea) মার্কিন জাহাজগুলিকে টার্গেট করবে, ইরান-ইজরায়েল সংঘাতের (Israel-Iran Conflict) আবহে শনিবার আমেরিকার উদ্দেশে এই হুঁশিয়ারি দিয়েছে ইয়েমেনের হুথি গোষ্ঠী (Houthi Rebels)। উল্লেখ্য, গত মে মাসে মার্কিন যুক্তরাষ্ট্র এবং হুথি গোষ্ঠী একটি অস্ত্রবিরতিতে সম্মত হয়েছিল, যেখানে ঠিক করা হয়েছিল, উভয় পক্ষই একে অপরকে টার্গেট করবে না। এই হুমকি সেই চুক্তিকেই প্রশ্নের মুখে ফেলেছে।
ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইজরায়েল কাটজ (Israel Katz) জানিয়েছেন, ইরানের কুদস ফোর্সের (Quds Force) ‘প্যালেস্তাইন কর্পস’-এর নেতা সাঈদ ইজাদি (Saeed Izadi) নিহত হয়েছেন। কাটজ বলেছেন, “ইজরায়েলের গোয়েন্দা এবং বিমানবাহিনীর জন্য এটি একটি বড় সাফল্য।” তিনি আরও দাবি করেছেন, ইজাদি হামাসকে (Hamas) আর্থিক এবং সামরিক সহায়তা দিয়েছিল, যা ২০২৩ সালের ৭ অক্টোবর ইজরায়েলে হামলার পথ তৈরি করে দিয়েছিল।
ইরানের সংবাদমাধ্যম জানিয়েছে, খোররামাবাদে (Khorramabad) ইজরায়েলের নতুন আক্রমণে পাঁচজন বিপ্লবী পাহারাদার (Revolutionary Guards) নিহত হয়েছেন। তবে ইজাদি সম্পর্কে কিছু জানানো হয়নি। ইরানের স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, ইজরায়েলের আক্রমণে এখনও পর্যন্ত ৪৩০ জন নিহত এবং ৩ হাজার ৫০০ জন আহত হয়েছেন। অন্যদিকে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইজরায়েলে ২৪ জন বেসামরিক ব্যক্তি প্রাণ হারিয়েছেন।
১৩ জুন, ইজরায়েল 'অপারেশন রাইজিং লায়ন' (Operation Rising Lion) চালু করে ইরানের ওপর হামলা শুরু করে। ইজরায়েল দাবি করে, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির দোরগোড়ায় রয়েছে। তবে ইরান এই দাবি অস্বীকার করে জানিয়েছে, তাদের পারমাণবিক প্রকল্প সম্পূর্ণ শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, “এই পরিস্থিতি শান্ত করার জন্য দু’সপ্তাহ সময় দেওয়া হবে।” তবে তিনি ইরানের পরমাণু অস্ত্র তৈরির সম্ভাবনা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন। ফলে এই সংঘাত আরও কতদূর গড়াবে, তার জন্য আন্তর্জাতিক মহল গভীরভাবে পর্যবেক্ষণ করছে।
বিশেষজ্ঞদের মতে, এই সংঘাত যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং যুক্তরাষ্ট্র সক্রিয়ভাবে জড়িয়ে পড়ে, তবে মধ্যপ্রাচ্যজুড়ে বড়সড় 'আন্তর্জাতিক যুদ্ধ' শুরু হতে পারে। হুথি গোষ্ঠীর হুমকি সেই আশঙ্কাকেই আরও জোরালো করছে।