শেষ আপডেট: 25th October 2024 16:08
দ্য ওয়াল ব্যুরো: চুক্তি মানলেই হবে যুদ্ধবিরতি। নাহলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে। বৃহস্পতিবার কায়রোতে মিশরের কর্মকর্তাদের সঙ্গে গাজার যুদ্ধপরিস্থিতি নিয়ে আলোচনায় বসে ইজরায়েল। সেখানে একাধিক প্রস্তাব নিয়ে আলোচনা হয় বলে বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে খবর।
হামাসের এক শীর্ষনেতা বৃহস্পতিবারের বৈঠকের কথা স্বীকার করে বলেন, বৃহস্পতিবার কায়রোতে মিসরের কর্মকর্তাদের সঙ্গে গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনা হয়েছে। গত ১৭ অক্টোবর হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ার ইজরায়েলের হামলায় নিহত হয়।
তারপর থেকেই আরও উত্তাল হয়ে ওঠে পরিস্থিতি। এই সুযোগকে কাজে লাগিয়ে ফায়দা তুলতে ব্যস্ত মার্কিন যুক্তরাষ্ট্র। সিনওয়ার হত্যাকাণ্ড একটি চুক্তির পথ খুলে দেওয়ার বিষয়ে আশাবাদী তারা।
দীর্ঘদিন ধরে গাজায় যুদ্ধ বন্ধের চেষ্টা চললেও সময় যত বেড়েছে পরিস্থিতি আরও অশান্ত হয়েছে। এবার সেই পরিস্থিতি কী কেটে যেতে পারে? তা নিয়েই ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে হামাস ও ইজরায়েল দু’পক্ষের তরফেই যুদ্ধ বন্ধ করতে চেয়ে সমঝোতার রাস্তায় হাঁটতে পারে বলে মনে করা হচ্ছে।
হামাসের ওই শীর্ষকর্তা আরও জানিয়েছেন, হামাস যুদ্ধ বন্ধের জন্য প্রস্তুত। কিন্তু ইজরায়েলকেও আশ্বাস দিতে হবে তারাও যেন গাজা উপত্যকা থেকে তাদের সেনা সরিয়ে নেয়। বিনিময়ে ওই দেশের বন্দিদের মুক্তি দেওয়া হবে।
বৃহস্পতিবার কায়রোর বৈঠকের পর ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধানকে রবিবার কাতারে যাওয়ার নির্দেশ দিয়েছেন। সেখানে একটি বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর। আলোচ্যসূচিতে থাকা একাধিক উদ্যোগকে সামনে এগিয়ে নিতেই তিনি এমন নির্দেশ দিয়েছেন। পাশাপাশি হামাসের শর্ততেও সায় দিয়ে তিনি।