শেষ আপডেট: 30th May 2024 13:16
দ্য ওয়াল ব্যুরো: হামাস আচমকা ইজরায়েলে হামলা চালানোর পরই পাল্টা আক্রমণ করেছে বেঞ্জামিন নেতানিয়াহুর দেশ। তারপর থেকে গাজা ভূখণ্ডে যে ধ্বংসলীলা চলেছে তার সাক্ষী গোটা বিশ্ব। শেষ তিন মাস ধরে পৃথিবীর নজর রয়েছে গাজার মানুষদের ওপর। আর বর্তমানে গাজার কুড়ি লক্ষের কাছাকাছি জনসংখ্যার সবটাই প্রায় ভিড় করেছে দক্ষিণ সীমান্তের রাফা শহরে। তবে সেখানেও হামলা করেছে ইজরায়েল, মৃত্যু হয়েছে ৪৫ জনের। এরপর থেকেই সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড হতে শুরু করে 'অল আইজ অন রাফা' পোস্ট। তারই পাল্টা এবার পোস্ট দিল ইজরায়েল।
গত বছরের ৭ অক্টোবর হামাসের আক্রমণে বহু ইজরায়েলি নিহত হয়েছে। পাশাপাশি একাধিকজনকে নিজেদের কবজায় রেখেছে তারা। ইজরায়েল দাবি করেছে, ওই হামলায় ১,২০০ জনের প্রাণহানি হয়েছে। 'অল আইজ অন রাফা' পোস্টের কার্যত বিরোধিতা করে সোশ্যাল মিডিয়ায় ইজরায়েলের তরফে বলা হয়েছে, ''৭ অক্টোবর আপনাদের সকলের নজর কোথায় ছিল?'' এই লেখার সঙ্গে একটি ছবি পোস্ট করেছে তারা যেখানে দেখা যাচ্ছে একটি শিশুর সামনে বন্দুক হাতে দাঁড়িয়ে রয়েছে হামাসের এক জঙ্গি। একই সঙ্গে ইজরায়েল বার্তা দিয়েছে, বন্দিদের উদ্ধারকাজের সঙ্গে কোনও রকম আপোষ করা যাবে না। তারা লড়াই থামাবে না।
এমনিতেই গাজাকে বলা হয় পৃথিবীর সবচেয়ে বড় খোলা জেলখানা। বছরভর এমন আষ্টেপৃষ্টে নজরদারি চালায় ইজরায়েল যে, সামান্য ত্রাণ বা খাবার-ওষুধও ইজরায়েলের অনুমতি ছাড়া ঢোকে না এখানে। তবে হামাসের হামলার পর গাজা পুরোপুরি যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে।
তথ্য বলছে, ইজরায়েলি হামলায় এতদিনে কমপক্ষে ৩১ হাজারের বেশি প্যালেস্টিনীয়র মৃত্যু হয়েছে। যদিও রাফায় হামলার ঘটনাকে 'দুঃখজনক ভুল' বলে অভিহিত করেছেন ইজরায়েল প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতনিয়াহু। তাঁর দাবি, সেনা জানিয়েছিল, হামাস জঙ্গিদের ঘাঁটিতে সফল অভিযানে চালানো হয়েছে। নিকেশ হয়েছে বেশ কয়েক জন হামাস কমান্ডার! কিন্তু পরে দেখা যায় হামলা হয়েছে শরণার্থী শিবিরে।
নেতানিয়াহুর অবশ্য সাফ কথা, হামাসকে সম্পূর্ণ পর্যুদস্ত করতে দরকারে রাফা আক্রমণেও পিছপা হবেন না তিনি। হামাস নিশ্চিহ্ন না হওয়া অবধি যুদ্ধ চলবে। ইতিমধ্যেই নেতানিয়াহুকে রাফা আক্রমণ করতে বারণ করে অনুরোধ জানিয়েছেন অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড, স্পেন, আয়ারল্যান্ড-সহ একাধিক দেশের রাষ্ট্রপ্রধানরা। আন্তর্জাতিক বিচারালয়ে মামলা দায়ের হয়েছে। তাতেও যে পরিস্থিতি ইতিবাচক হচ্ছে, এমনটাও নয়।