শেষ আপডেট: 28th September 2024 14:15
দ্য ওয়াল ব্যুরো: লেবাননে ক্রমাগত এয়ারস্ট্রাইক করে বড় সাফল্য পেয়েছে ইজরায়েল সেনা। সোশ্যাল মাধ্যমে তাঁরা দাবি করেছেন, হিজবুল্লা প্রধান হাসান নাসরাল্লাকে তাঁরা খতম করেছে। আইডিএফ এক্স হ্যান্ডেলে লিখেছে, ''হাসান নাসারাল্লা আর কোনও দিন বিশ্বকে ভয় দেখাতে পারবে না।''
শুক্রবার রাত থেকে শনিবার পর্যন্ত লেবাননের দক্ষিণ বেইরুটে হিজবুল্লার শক্ত ঘাঁটিগুলি লক্ষ্য করে টানা হামলা চালিয়েছে ইজরায়েল। বেইরুটে জনবসতি এলাকাতেও বোমাবর্ষণ করে তারা। তাঁদের একমাত্র লক্ষ্য ছিল হাসান নাসরাল্লা। শনিবার ইজরায়েল সেনা দাবি করেছে, সেই কাজে তাঁরা সক্ষম হয়েছে। এর আগে শুক্রবার রাতে বেইরুটে ইজয়ায়েলি বিমান হানায় নিহত হয়েছেন হিজবুল্লা প্রধান হাসান নাসরাল্লার মেয়ে জাইনাব নাসরাল্লা বলেও দাবি। যদিও হিজবুল্লার পক্ষ থেকে এখনও এই বিষয়ে কোনও কিছু নিশ্চিত করা হয়নি। বরং তারা জানিয়েছে, নাসরাল্লা নিরাপদে ভাল আছেন।
আরব দুনিয়ার এই পরিস্থিতির জন্য বিশ্বের অনেক দেশ ইজরায়েলের কাছে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল। সেই প্রস্তাব আগেই নাকচ করে দেওয়ার পর, রাষ্ট্রসঙ্ঘের সাধারণসভার ভাষণে নেতানিয়াহু দাপটের সঙ্গে বলেন, ইজরায়েলের আত্মরক্ষা করার অধিকার রয়েছে। হিজবুল্লাকে কোনও ভাবেই রেয়াত করা হবে না। তাই পরপর হামলা এবং একাধিক হিজবুল্লার নেতার মৃত্যুর খবরে পরিস্থিতি যে আরও খারাপের দিকে যাবে তা বলতেই হবে।
ক'দিন আগেই হিজবুল্লার রকেট অ্যান্ড মিসাইল ফোর্সের চিফ ইব্রাহিম কৌবাইসি এবং আরও দুই প্রধান নেতাকে তাঁরা নিকেশ করেছে বলে জানিয়েছিল আইডিএফ। হিজবুল্লার ড্রোন চিফ মহম্মদ হুসেন সুরৌরেরও খতম বলে জানিয়েছে সে দেশের সেনাবাহিনী। গত সোমবার থেকে লাগাতার হিজবুল্লার গোষ্ঠীর ওপর হামলা চালিয়ে আসছে ইজরায়েল। তাঁদের স্পষ্ট হুঁশিয়ারি, প্রত্যেক ইজরায়েলিদের সুরক্ষায় তাঁরা বারবার হিজবুল্লা ঘাঁটিকে আক্রমণ করবে।
হামাস-ইজরায়েল যুদ্ধে হিজবুল্লা গোষ্ঠী হামাসের সমর্থন নিয়েছে। তার পর থেকেই কার্যত আরব দুনিয়ার পরিস্থিতি আরও খারাপ হয়েছে। এই মুহূর্তে ইজরায়েল-হিজবুল্লা 'যুদ্ধ' চলছে বলা যায়। এরই মধ্যে হিজবুল্লাদের নিয়ে এমন একটি ভিডিও সামনে এনে পরিস্থিতির মোড় ঘুরিয়ে দিয়েছে আইডিএফ।
শেয়ার করা ভিডিওতে দাবি করা হয়েছে, বিগত ২০ বছর ধরে দক্ষিণ লেবাননকে কার্যত নিজেদের লঞ্চ প্যাড বানিয়ে রেখেছে হিজবুল্লা। এখানকার প্রতি ২-৩ বাড়ি অন্তর সব বাড়িতে অস্ত্র লুকিয়ে রাখা আছে তাদের। এই জায়গা থেকেই হিজবুল্লা প্রতিনিয়ত ইজরায়েলকে আক্রমণ করে এসেছে। এক কথায়, সাধারণ মানুষের বাড়িগুলিকেই নিজেদের অস্ত্র কারখানা বানিয়ে রেখেছে হিজবুল্লা!