সামরিক বাহিনীর বিবৃতি অনুযায়ী, ইসরায়েলি বিমান বাহিনী রাজধানী তেহরানে একাধিক ‘গোয়েন্দাভিত্তিক লক্ষ্যবস্তুতে’ ধারাবাহিক অভিযান চালায়, যার মধ্যে প্রতিরক্ষা মন্ত্রকের মূল ভবনও রয়েছে।
ইরান - ইসরায়েল
শেষ আপডেট: 15 June 2025 02:58
দ্য ওয়াল ব্যুরো: তেহরানে ইরানের প্রতিরক্ষা মন্ত্রকের সদর দফতরে বিমান হামলার দায় স্বীকার করল ইসরায়েল। সামরিক বাহিনীর বিবৃতি অনুযায়ী, ইসরায়েলি বিমান বাহিনী রাজধানী তেহরানে একাধিক ‘গোয়েন্দাভিত্তিক লক্ষ্যবস্তুতে’ ধারাবাহিক অভিযান চালায়, যার মধ্যে প্রতিরক্ষা মন্ত্রকের মূল ভবনও রয়েছে।
এর আগে ইসলামি বিপ্লবী গার্ড কোর (IRGC)-ঘনিষ্ঠ সংবাদমাধ্যম তাসনিমের বরাতে বিবিসি ও আল–জাজিরা জানায়, হামলায় প্রতিরক্ষা মন্ত্রকের একটি প্রশাসনিক ভবন সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। একই এলাকায় মন্ত্রকের অধীন প্রতিরক্ষা উদ্ভাবন ও গবেষণা দপ্তরেও পৃথক হামলার খবর মিলেছে।
এদিকে, ইরানের পাল্টা হামলায় উত্তপ্ত হয়ে উঠেছে ইসরায়েলও। শনিবার রাতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের গ্যালিলি ও তেল আবিবে মোট ৬ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে টাইমস অব ইসরায়েল। নিহতদের মধ্যে তেল আবিবে ৬০ বছর বয়সী এক নারী এবং উত্তরাঞ্চলে আরও পাঁচজন রয়েছেন।
বিশেষজ্ঞদের আশঙ্কা, এই টানা হামলা ও পাল্টা হামলা দুই দেশের মধ্যে দীর্ঘমেয়াদি সামরিক সংঘাতের ইঙ্গিত দিচ্ছে। বিবিসির মধ্যপ্রাচ্য বিষয়ক সংবাদদাতা হুগো বাচেগা জানিয়েছেন, ইসরায়েল ইতিমধ্যেই তেহরানে হামলাকে বড় পরিসরের সংঘাতের সূচনা হিসেবে ব্যাখ্যা করেছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্পষ্ট করেছেন, ইরানে ‘যতদিন প্রয়োজন ততদিন’ অভিযান চলবে এবং যুক্তরাষ্ট্রকেও সংঘাতে জড়াতে ইঙ্গিত দিয়েছেন তিনি। এ অবস্থায়, জাতিসংঘ ও একাধিক আন্তর্জাতিক শক্তি দুই দেশকে সংযত থাকার আহ্বান জানিয়েছে। নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে এমন বার্তা দেওয়া হয়।