Date : 9th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
'আমাদের সৃষ্টির স্বীকৃতি ন্যায্য দাবি’, কোলাপুরি চপ্পল বিতর্কে ভারতীয় ফ্যাশন মহলের কড়া সুরউইম্বলডনে বিরুষ্কা, হাজির অবনীত কৌরও, সোশ্যাল মিডিয়ায় ফের 'দুইয়ে দুইয়ে পাঁচ'!বাঙালিয়ানায় সেজে উঠবে চালতাবাগানের পুজোEng vs Ind: লর্ডসে ইতিহাসের হাতছানিনিম্নচাপ সরলেও মিলবে না রেহাই! দক্ষিণবঙ্গে অতি ভারী বৃষ্টি সপ্তাহজুড়ে, উত্তরে ধসের আশঙ্কা'আচরণে' বিরক্ত হয়ে ফুটন্ত জলে সদ্যোজাতকে ফেলে দিল মা! পোস্টপার্টাম ডিপ্রেশন, সন্দেহ পুলিশেরশিলিগুড়িতে ১৪ টি সেলফ ড্রাইভ চোরাই গাড়ি উদ্ধার'বড় নেতা ডেকেছেন', পদ নিয়ে জল্পনা উস্কে দিল্লির পথে সস্ত্রীক দিলীপ ঘোষবেবি অন দ্য ওয়ে! খুশির খবর শোনালেন রাজকুমার-পত্রলেখাবাংলাদেশে চালু হচ্ছে রোবটিক রিহ্যাবিলিটেশন সেন্টার, বিনামূল্যে সেবা পাবেন জুলাই যোদ্ধারা
Tehran airstrike Israel

তেহরানে প্রতিরক্ষা মন্ত্রকে বিমান হামলার দায় স্বীকার ইসরায়েলের, পাল্টা আঘাতে মৃত ৬

সামরিক বাহিনীর বিবৃতি অনুযায়ী, ইসরায়েলি বিমান বাহিনী রাজধানী তেহরানে একাধিক ‘গোয়েন্দাভিত্তিক লক্ষ্যবস্তুতে’ ধারাবাহিক অভিযান চালায়, যার মধ্যে প্রতিরক্ষা মন্ত্রকের মূল ভবনও রয়েছে।

তেহরানে প্রতিরক্ষা মন্ত্রকে বিমান হামলার দায় স্বীকার ইসরায়েলের, পাল্টা আঘাতে মৃত ৬

ইরান - ইসরায়েল

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 15 June 2025 02:58

দ্য ওয়াল ব্যুরো: তেহরানে ইরানের প্রতিরক্ষা মন্ত্রকের সদর দফতরে বিমান হামলার দায় স্বীকার করল ইসরায়েল। সামরিক বাহিনীর বিবৃতি অনুযায়ী, ইসরায়েলি বিমান বাহিনী রাজধানী তেহরানে একাধিক ‘গোয়েন্দাভিত্তিক লক্ষ্যবস্তুতে’ ধারাবাহিক অভিযান চালায়, যার মধ্যে প্রতিরক্ষা মন্ত্রকের মূল ভবনও রয়েছে।

ইরানের রাজধানী তেহরানের পাশে শাহরান জ্বালানি অবকাঠামোয় আগুন জ্বলছে। ১৪ জুন

এর আগে ইসলামি বিপ্লবী গার্ড কোর (IRGC)-ঘনিষ্ঠ সংবাদমাধ্যম তাসনিমের বরাতে বিবিসি ও আল–জাজিরা জানায়, হামলায় প্রতিরক্ষা মন্ত্রকের একটি প্রশাসনিক ভবন সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। একই এলাকায় মন্ত্রকের অধীন প্রতিরক্ষা উদ্ভাবন ও গবেষণা দপ্তরেও পৃথক হামলার খবর মিলেছে।

এদিকে, ইরানের পাল্টা হামলায় উত্তপ্ত হয়ে উঠেছে ইসরায়েলও। শনিবার রাতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের গ্যালিলি ও তেল আবিবে মোট ৬ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে টাইমস অব ইসরায়েল। নিহতদের মধ্যে তেল আবিবে ৬০ বছর বয়সী এক নারী এবং উত্তরাঞ্চলে আরও পাঁচজন রয়েছেন।

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরায়েলের কয়েকটি ভবন। দুমড়েমুচড়ে গেছে সড়কে থাকা গাড়ি। হামলার পর ঘটনাস্থল পরিদর্শন করছেন সেখানকার সেনাসদস্যরা। গতকাল তেল আবিবের কাছে রামাতগান এলাকায়

বিশেষজ্ঞদের আশঙ্কা, এই টানা হামলা ও পাল্টা হামলা দুই দেশের মধ্যে দীর্ঘমেয়াদি সামরিক সংঘাতের ইঙ্গিত দিচ্ছে। বিবিসির মধ্যপ্রাচ্য বিষয়ক সংবাদদাতা হুগো বাচেগা জানিয়েছেন, ইসরায়েল ইতিমধ্যেই তেহরানে হামলাকে বড় পরিসরের সংঘাতের সূচনা হিসেবে ব্যাখ্যা করেছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্পষ্ট করেছেন, ইরানে ‘যতদিন প্রয়োজন ততদিন’ অভিযান চলবে এবং যুক্তরাষ্ট্রকেও সংঘাতে জড়াতে ইঙ্গিত দিয়েছেন তিনি। এ অবস্থায়, জাতিসংঘ ও একাধিক আন্তর্জাতিক শক্তি দুই দেশকে সংযত থাকার আহ্বান জানিয়েছে। নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে এমন বার্তা দেওয়া হয়। 
 


ভিডিও স্টোরি