শেষ আপডেট: 18th October 2024 07:55
দ্য ওয়াল ব্যুরো: লেবাননে হিজবুল্লাদের সঙ্গে লড়াই চলছে তো কী। গাজার হামাস বাহিনীকে ভোলেনি ইজরায়েল সেনা। সেখানেও একই রকমভাবে হামলা বজায় রয়েছে। আর এর মধ্যেই বড় দাবি করল আইডিএফ। তাঁরা জানিয়েছে, আরও এক শীর্ষ হামাস নেতাকে খুন করা হয়েছে। তার নাম ইয়া সিনওয়ার। ইসমাইল হানিয়ের পর হামাস তাঁকেই গোষ্ঠীর প্রধান করেছিল।
ইজরায়েল সেনা দাবি করেছে, এক বছর আগে হামাস দেশে যে হামলা চালিয়েছিল তার অন্যতম প্রধান নেতা ছিল এই সিনওয়ার। হামলার 'আর্কিটেক্ট' বলা যেতে পারে। সম্প্রতি তাঁরা দক্ষিণ গাজায় সার্জিক্যাল স্ট্রাইক করেছে। সেই লড়াইয়েই এই নেতার মৃত্যু হয়েছে। যদিও হামাসের তরফে এই ঘটনার কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি এখনও।
নেতানিয়াহুর দেশের সংবাদমাধ্যম অবশ্য দাবি করছে, দক্ষিণ গাজায় রুটিন রেইড করছিল আইডিএফ। সেই সময়ই সিনওয়ার তাঁদের হাতে চলে আসে। এখনও পর্যন্ত তার মৃত্যু নিশ্চিত করা না গেলেও মনে করা হচ্ছে, সিনওয়ার যদি সত্যি মারা যায় তাহলে হামাসের কাছে তা বিরাট বড় ধাক্কা হতে চলেছে।
ইজরায়েল সেনা কয়েক সপ্তাহ আগে দাবি করেছিল গাজা শহরের একটি স্কুলে রকেট হামলা চালিয়ে তারা হামাসের নয়া প্রধান ইয়াহিয়া সিনওয়ারকে খতম করেছে। পরে তারা এও দাবি করে, তিন মাস আগের একটি হামলায় খতম করা হয়েছে হামাস সরকারের প্রধানকেও! শুধু তাই নয়, তাঁর সঙ্গে মৃত্যু হয়েছে আরও দুই শীর্ষ নেতার।
ইজরায়েল-প্যালেস্টাইন সংঘাত শুরু হওয়ার পর লাগাতার হামলা চালিয়ে গাজা প্রদেশ কার্যত ধ্বংস করে দেয় ইজরায়েল। এই হামলার বিরোধিতা করে হামাসের পাশে দাঁড়ায় লেবাননের হিজবুল্লা গোষ্ঠী। তারপর থেকেই ইজরায়েল বাহিনী হামলার মুখ ঘুরিয়ে দিয়েছে লেবাননের দিকে। সেই সংঘাত এখন চলছে।