শেষ আপডেট: 14th October 2024 09:37
দ্য ওয়াল ব্যুরো: গাজায় নতুন করে হামলা চালিয়েছে ইজরায়েলি সেনা। এবার তারা হামলা চালিয়েছে একটি বিশ্ববিদ্যালয়ে। গাজার নুসেইরাত এলাকায় অবস্থিত বিশ্ববিদ্যালয়টি বিগত এক বছর যাবৎ আশ্রয় শিবির হিসাবে ব্যবহার করা হচ্ছিল। সেখানে ইজরায়েলি সেনা রকেট হামলা চালায়।
তাতে ২০ জন নিহত হন। আহত ৮০। স্থানীয় সিভিল ডিফেন্স প্রশাসন জানিয়েছে নিহতের সংখ্যা আরও বাড়বে। আহত অনেকের দেহে প্রাণটুকুই যা আছে। দেশের অনেক অংশ উড়ে গিয়েছে। চিকিৎসা দিয়ে বাঁচিয়ে রাখা কঠিন।
আল মুফতি নামে হামাস পরিচালিত একটি সিভিল ডিফেন্স সংস্থা এখন গাজার চিকিৎসা ব্যবস্থা দেখভাল করছে। তারা বলেছে, ভারতীয় সময় রবিরার গভীর রাতে এই হামলা চালানো হয়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, এখনও পর্যন্ত ইজরায়েলের হানায় ৪২ হাজার মানুষের প্রাণ গিয়েছে।
নুসেইরাত এলাকার আশ্রয় শিবিরটিকে অনেক চেষ্টা করে ইজরায়েলের আক্রমণ থেকে রক্ষা করা হয়েছিল। এর আগে দু’বার বিমান হামলা চালায় ইজরায়েল সেনা। বোমা লক্ষ্যভ্রষ্ট হয়। তার আগে রকেট হামলাও চালানো হয়। তাতে আশ্রয় শিবিরের বাইরে খেলা করতে থাকা কিছু শিশু নিহত হয়। ইজরায়েলের নিশানায় রয়েছে জানা সত্ত্বেও আশ্রয় শিবিরটি সরানো হয়নি বিকল্প ব্যবস্থা করতে না পারায়। বন্ধ বিশ্ববিদ্যালয়টিতে পানীয় জল ও বিদ্যুৎ সরবরাহ চালু ছিল।