শেষ আপডেট: 28th September 2024 18:52
দ্য ওয়াল ব্যুরো: হিজবুল্লা প্রধান হাসান নাসরাল্লাকে খতম করেছে ইজরায়েল। আইডিএফ-এর এই দাবি মেনে নিয়েছে লেবাননের গোষ্ঠীও। এবার ইজরায়েল সেনাবাহিনী দাবি করেছে, এয়ারস্ট্রাইকে তাঁরা হিজবুল্লার প্রায় সব শীর্ষ নেতাদের খতম করে দিয়েছে! এই দাবি ঘিরেই এখন শোরগোল।
শুক্রবার রাত থেকে শনিবার পর্যন্ত লেবাননের দক্ষিণ বেইরুটে হিজবুল্লার শক্ত ঘাঁটিগুলি লক্ষ্য করে টানা হামলা চালিয়েছে ইজরায়েল। বেইরুটে জনবসতি এলাকাতেও বোমাবর্ষণ করে তারা। তাঁদের লক্ষ্যই ছিল হিজবুল্লা প্রধান এবং বাকি শীর্ষ নেতাদের খতম করা। আইডিএফ-এর দাবি, টানা এয়ারস্ট্রাইকে প্রায় সকলেই নিকেশ হয়েছে। আর বড় কোনও হিজবুল্লা নেতা বেঁচে নেই। এর আগে শুক্রবার রাতে বেইরুটে ইজয়ায়েলি বিমান হানায় নিহত হয়েছেন হিজবুল্লা প্রধান হাসান নাসরাল্লার মেয়ে জাইনাব নাসরাল্লা বলেও দাবি।
ক'দিন আগেই হিজবুল্লার রকেট অ্যান্ড মিসাইল ফোর্সের চিফ ইব্রাহিম কৌবাইসি এবং আরও দুই প্রধান নেতাকে তাঁরা নিকেশ করেছে বলে জানিয়েছিল আইডিএফ। হিজবুল্লার ড্রোন চিফ মহম্মদ হুসেন সুরৌরেরও খতম বলে জানিয়েছে সে দেশের সেনাবাহিনী। গত সোমবার থেকে লাগাতার হিজবুল্লার গোষ্ঠীর ওপর হামলা চালিয়ে আসছে ইজরায়েল। তাঁদের স্পষ্ট হুঁশিয়ারি, প্রত্যেক ইজরায়েলিদের সুরক্ষায় তাঁরা বারবার হিজবুল্লা ঘাঁটিকে আক্রমণ করবে।
এরই মধ্যে আইডিএফ-এর বিরুদ্ধে অভিযোগ উঠেছে, এয়ারস্ট্রাইক করে লেবাননের সাধারণ মানুষকে মারছে তাঁরা। বেছে বেছে দক্ষিণ লেবাননের অধিকাংশ জায়গায় তাঁরা হামলা চালাচ্ছে। কেন তাঁরা এই হামলা করছে তার ব্যাখ্যা দিয়ে একটি ভিডিও শেয়ার করেছে ইজরায়েল বাহিনী। তাদের দাবি, বিগত ২০ বছর ধরে দক্ষিণ লেবাননকে কার্যত নিজেদের লঞ্চ প্যাড বানিয়ে রেখেছে হিজবুল্লা। এখানকার প্রতি ২-৩ বাড়ি অন্তর সব বাড়িতে অস্ত্র লুকিয়ে রাখা আছে তাদের। এই জায়গা থেকেই হিজবুল্লা প্রতিনিয়ত ইজরায়েলকে আক্রমণ করে এসেছে। এক কথায়, সাধারণ মানুষের বাড়িগুলিকেই নিজেদের অস্ত্র কারখানা বানিয়ে রেখেছে হিজবুল্লা!
এদিকে লেবাননের হিজবুল্লা জঙ্গি গোষ্ঠীর প্রধান হাসান নাসরাল্লাকে ইজরায়েল বাহিনী খতম করার ঘোষণার কিছুক্ষণের মধ্যেই ভয়াবহ জবাবের হুঁশিয়ারি দিয়েছেন পরমাণু শক্তিধর ইরানের শীর্ষ ধর্মীয় নেতা আয়াতুল্লা খামেইনি। এই কাজে মুসলিম দুনিয়াকে সমর্থনের আহ্বান জানিয়েছেন তিনি। তাঁর কথায়, হিজবুল্লাকে আঘাত করার কাজে ইজরায়েল খুবই দুর্বল। ইহুদিদের দানবীয় হামলাতেও নতজানু হবে না মুসলিম প্রতিরোধ বাহিনী।