ইজরায়েল সেনা যে মানচিত্র পোস্ট করেছে সোশ্যাল মিডিয়ায় তাতে ভারতকে নিয়ে ভুল তথ্য দেওয়ার অভিযোগ উঠেছে।
ইজরায়েল বাহিনীর শেয়ার করা ম্যাপ
শেষ আপডেট: 14 June 2025 06:39
দ্য ওয়াল ব্যুরো: ভারতের সঙ্গে ইজরায়েলের সম্পর্ক খুবই ভাল। সম্প্রতি ইরানের সঙ্গে সংঘাত (Iran Israel Conflict) বাড়ায় সে দেশের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু শুক্রবার রাতেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোনও করেছিলেন। কিন্তু ঠিক একদিনের মাথাতেই বড় ভুল করে ফেলল ইজরায়েল সেনাবাহিনী (IDF)। ভারতের ভুল মানচিত্র (Wrong Map of India) প্রকাশ করল তাঁরা! যদিও এ নিয়ে সমালোচনা শুরু হওয়ায় দ্রুত ক্ষমাও চেয়ে নিয়েছে আইডিএফ।
ইরানের একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কেন্দ্র, সামরিক কেন্দ্রে হামলা চালিয়েছে ইজরায়েল। আর এই হামলার যুক্তি দেখাতে গিয়ে বিশ্বের একটি মানচিত্র প্রকাশ করে নেতানিয়াহু বাহিনী। তাতে মূলত পশ্চিম এশিয়ার দেশগুলিকে দেখা গেলেও ভারত, পাকিস্তান, আফগানিস্তানকে দেখা যাচ্ছে। আসলে ইজরায়েল বোঝাতে চেয়েছে ইরানের ক্ষেপণাস্ত্রের পাল্লা কতদূর পর্যন্ত বিস্তৃত। তবে এই মানচিত্র দেখাতে গিয়েই কার্যত ফাঁপড়ে পড়েছে আইডিএফ।
ইজরায়েল সেনা যে মানচিত্র পোস্ট করেছে সোশ্যাল মিডিয়ায় তাতে ভারতকে নিয়ে ভুল তথ্য দেওয়ার অভিযোগ উঠেছে। ওই মানচিত্রে জম্মু ও কাশ্মীরকে ভারতের অংশে রাখা হয়নি। নেই পাক অধিকৃত কাশ্মীরও। এদিকে নেপাল ও ভুটান এবং উত্তর-পূর্ব ভারতকে একটিই দেশ হিসাবে উল্লেখ করা হয়েছে। এতেই ক্ষোভ উগরে দিয়েছে নেটিজেনরা। এই পরিস্থিতিতে ঘণ্টা দুয়েকের মধ্যেই ক্ষমা চেয়ে নেয় ইজরায়েল সেনাবাহিনী।
আইডিএফ-এর বক্তব্য, একাধিক দেশ থাকায় মানচিত্রে সঠিকভাবে সীমানা চিহ্নিত করা সম্ভব হয়নি। এটা গোটা একটা অঞ্চলের ম্যাপ। তাই এই বিষয়টি নিয়ে তাঁরা ক্ষমাপ্রার্থী। উল্লেখ্য, ওই মানচিত্রে মূলত দেখানোর চেষ্টা হয়েছে যে, ইরান ক্ষেপণাস্ত্র হামলা করলে কোন কোন দেশে প্রভাব পড়তে পারে। তাতে ভারত, পাকিস্তান ছাড়া রয়েছে রাশিয়া, ইউক্রেন, রোমানিয়া, বুলগেরিয়া, মিশর, লিবিয়া, ইথিওপিয়া, ওমান, জর্ডন, তুরস্ক, চিনের মতো দেশ। ইজরায়েল বোঝাতে চেয়েছে, ইরান গোটা বিশ্বের কাছে বড়সড় ত্রাস।