শেষ আপডেট: 28th November 2024 09:18
দ্য ওয়াল ব্যুরো: আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। তাঁর এবং সে দেশের প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আনা হয়েছে। এবার এই গ্রেফতারি পরোয়ানার বিরুদ্ধে আইসিসি-তে আর্জি জানালো ইজরায়েল। সিদ্ধান্ত ফিরিয়ে না নিলে কী করা হবে, সেটাও হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে।
ইজরায়েলের প্রধানমন্ত্রীর দফতর আইসিসি'তে আবেদন করেছে, বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে জারি করা গ্রেফতারি পরোয়ানা ফিরিয়ে নিতে হবে। যদি তা না করা হয় তাহলে তাঁরা বিশ্বজুড়ে প্রতিবাদ দেখাতেও পিছু হটবে না! হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, আমেরিকা সহ বিশ্বের বাকি বন্ধু দেশকে তাঁরা জানাবে, আন্তর্জাতিক অপরাধ আদালত কতটা পক্ষপাত করে এবং তাঁরা কী পরিমাণ ইজরায়েল বিরোধী!
নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পর ইজরায়েলের পাশে এসে দাঁড়িয়েছে আমেরিকা, ফ্রান্স। তাঁরা এই সিদ্ধান্তের প্রতিবাদ করেছে। অপরদিকে ব্রিটেন এবং কানাডার মতো দেশ চায় বেঞ্জামিনকে গ্রেফতার করা হোক। প্রসঙ্গত, নেতানিয়াহুর বিরুদ্ধে মূল অভিযোগ, তিনি 'ওয়ার ক্রাইম' করছেন। নৈতিকতার সমস্ত সীমা লঙ্ঘন করে খুন, মৃত্যুদণ্ড দেওয়া, মানুষের ওপর নারকীয় অত্যাচার, খেতে না দেওয়ার মতো অপরাধ করছেন তিনি।
আন্তর্জাতিক অপরাধ আদালত এও মনে করছে, এই দুজন অভিযুক্ত ইচ্ছাকৃতভাবে বেঁচে থাকার অপরিহার্য বস্তু থেকে বঞ্চিত করে গাজার মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার চেষ্টা করে চলেছে। এই কারণেই ভীষণ রকম অমানবিক পরিস্থিতি তৈরি হয়েছে গাজায়। তার জন্য দায়ী বেঞ্জামিন নেতানিয়াহু এবং ইয়োভ গ্যালান্ট। গত ৮ অক্টোবর ২০২৩ থেকে ২০ মে ২০২৪ পর্যন্ত যে রিপোর্ট আদালত হাতে পেয়েছে তার ভিত্তিতেই এই পর্যবেক্ষণ আদালতের।
এদিকে বুধবারই মার্কিন যুক্তরাষ্ট্র এবং ফ্রান্সের সঙ্গে দীর্ঘ আলোচনার পর ইরান সমর্থিত হিজবুল্লার সঙ্গে শান্তিচুক্তিতে সহমত পোষণ করেছে ইজরায়েল। আমেরিকার বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, তাঁদের আশা এই শান্তিচুক্তি দীর্ঘমেয়াদি হবে। আগামী কয়েক মাসের মধ্যে দুই দেশেই শান্তি ফিরে আসবে বলে আশাবাদী তিনি। ইজরায়েলের প্রধানমন্ত্রী অবশ্য এই চুক্তি মেনেও হুঁশিয়ারি দিয়ে রেখেছেন, শান্তিচুক্তি অপরপক্ষ যে মুহূর্তে ভাঙবে, তাঁরাও সেই মুহূর্ত থেকে হামলা শুরু করবেন। তবে ইজরায়েল নিজে থেকে এই চুক্তি ভাঙবে না।