শেষ আপডেট: 30th September 2024 10:26
দ্য ওয়াল ব্যুরো: ইজরায়েল প্রথম থেকেই হুঁশিয়ারি দিয়ে এসেছিল যে, হিজবুল্লাকে গোড়া থেকে খতম না করা পর্যন্ত তাঁরা থামবে না। তবে মনে করা হয়েছিল, তাদের প্রধান হাসান নাসরাল্লাহকে নিকেশের পর একটু শান্ত হবে ইজরায়েল সেনা। কিন্তু কোথায় কী? নতুন করে আবার হামলা চালানো হয়েছে লেবাননে এবং তাতে মৃত্যু হয়েছে ১০৫ জনের।
লেবাননের স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, আইডিএফ যে হামলা চালিয়েছে তাতে ৩৫০ জনের বেশি মানুষ গুরুতর আহত হয়েছেন। নতুন করে বেইরুটেও হামলা করেছে তাঁরা, যেখানে ৪ জনের মৃত্যু হয়েছে। গত সোমবার থেকে টানা হিজবুল্লা গোষ্ঠীর বিরুদ্ধে লেবাননে এয়ারস্ট্রাইক করেছে ইজরায়েল সেনা। সেই ধারা এখনও অব্যাহত। হিজবুল্লা প্রধানের মৃত্যু পর কেউ কেউ ভেবেছিল যে হামলার গতি কমে আসবে। কিন্তু তা হয়নি।
ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বক্তব্য ছিল, তাঁদের নাগরিকদের ১০০ শতাংশ সুরক্ষা দিতে তিনি যা খুশি করতে পারেন। মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে 'সিজফায়ার'-এর প্রস্তাব দেওয়া হলেও তা মানেনি ইজরায়েল। ক্রমাগত দক্ষিণ লেবাননে হামলা চালিয়ে গেছে তাঁরা। সরকারের তরফে জানানো হয়েছে, হিজবুল্লার বিরুদ্ধে এই টানা হামলায় এখনও পর্যন্ত ৬ হাজারের বেশি মানুষ জখম হয়েছেন, মৃত্যু হয়েছে ৫০০-র বেশি মানুষের।
ইজরায়েল সেনাবাহিনীর দাবি, হিজবুল্লার প্রায় সব শীর্ষ নেতাদের এয়ারস্ট্রাইকে খতম করে দিয়েছে তারা। শুক্রবার রাত থেকে শনিবার পর্যন্ত লেবাননের দক্ষিণ বেইরুটে হিজবুল্লার শক্ত ঘাঁটিগুলি লক্ষ্য করে টানা হামলা চালিয়েছে ইজরায়েল। বেইরুটে জনবসতি এলাকাতেও বোমাবর্ষণ করে তারা। তাঁদের লক্ষ্যই ছিল হিজবুল্লা প্রধান এবং বাকি শীর্ষ নেতাদের খতম করা।
আইডিএফ-এর দাবি, টানা এয়ারস্ট্রাইকে প্রায় সকলেই নিকেশ হয়েছে। আর বড় কোনও হিজবুল্লা নেতা বেঁচে নেই।