শেষ আপডেট: 18th March 2025 17:04
দ্য ওয়াল ব্যুরো: মনিটর, ল্যাপটপ হাতে হুড়মুড়িয়ে বেরিয়ে আসছে শয়ে শয়ে মানুষ। বহুতল অফিসে যা ছিল সবটুকুই একেবারে সাফ করে দেওয়া হয়েছে। এমনই ভয়াবহ ঘটনার সাক্ষী হল পাকিস্তানের (Pakistan) ইসলামাবাদ (Islamabad)। জানা গিয়েছে, সম্প্রতি ইসলামাবাদের চিনা একটি ভুয়ো কলসেন্টারে (Call Centre) তল্লাশি চালিয়েছিল পাক গোয়েন্দা সংস্থা (Federal Investigation Agency)। সেই অভিযানের মাঝেই স্থানীয় যুবকরা ঢুকে রীতিমতো তাণ্ডব চালায় বলে অভিযোগ।
ভয়াবহ ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Viral) হয়েছে। সেখানেই ল্যাপটপ, কম্পিউটার, টিভি-সহ একাধিক জিনিস লুট করার ছবি সামনে এসেছে। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, যেখান থেকে যা মিলছে তা হাতে করে নিয়েই দৌড় দিচ্ছে সকলে। ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো হুড়োহুড়ি পড়ে যায় অফিসে।
তবে আশ্চর্যের বিষয় বাদ যায়নি রান্নার সামগ্রী, আসবাবপত্র ও কাটলারি সেটও। চিনা অফিস একেবারে ফাঁকা করে দেওয়ার ছবি সামনে এসেছে। ইসলামাবাদের সেক্টর-১১-এ কলসেন্টারটি ছিল। অভিযোগ, সেখানে বসেই প্রতারণার ফাঁদ পাতা হত। চিনের নাগরিকরাই অবৈধভাবে সেটি চালাতেন। গত ১৫ মার্চ, শনিবার আচমকাই পাক গোয়েন্দা সংস্থা কলসেন্টারে হানা দেয়।
ভিডিও ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়ায় উপচে পড়ছে কমেন্ট। একজন লিখেছেন, ''মনে হচ্ছে কল সেন্টারটিকে দানছত্র ভেবে নিয়েছে সকলে। ল্যাপটপ থেকে শুরু করে প্লেট, চামচ কিছুই বাদ যায়নি।'' আরেকজন লিখেছেন, ''চিন পাকিস্তানকে লুটে নিচ্ছে। দেখুন ভিডিও।''
Pakistanis have Looted Call Centre operated by Chinese in Islamabad; Hundreds of Laptop, electronic components along with furniture and cutlery stolen during holy month of Ramadan pic.twitter.com/z6vjwBRRsq
— Megh Updates ????™ (@MeghUpdates) March 17, 2025
"গত বছরের অগস্টের বাংলাদেশের ছবি কিছুটা হলেও ফিরে এসেছে। শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ার পর শয়ে শয়ে মানুষ যেমন প্রধানমন্ত্রীর থাকার জন্য বরাদ্দ গণভবনে ঢুকে যেভাবে লুটপাট চালিয়েছিল ইসলামাবাদেও সেই ছবি দেখা গেল। বাংলাদেশ, পাকিস্তান সকলেই এক", এমন পোস্ট করেছেন আরেক ব্যবহারকারী।
ইতিমধ্যে চিনা সংস্থার মোট ২৪ জনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার পর অনেক কর্মীই অফিস ছেড়ে পালিয়েছে বলে খবর।