শেষ আপডেট: 28th September 2024 19:42
দ্য ওয়াল ব্যুরো: লেবাননে মুহুর্মুহু এয়ারস্ট্রাইক করে সফল হয়েছে ইজরায়েল সেনা। হিজবুল্লা প্রধান হাসান নাসরাল্লাকে খতম করা হয়েছে। আর সেই খবর পেতেই নিজের প্রাণ বাঁচাতে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেইনি আত্মগোপন করলেন। একই সঙ্গে গোটা মুসলিম দুনিয়াকে ডাক দিলেন, সাহায্য চেয়ে।
ইরানের অভ্যন্তরীণ মন্ত্রকের এক কর্তা এই কথা জানিয়ে বলেছেন, ইজরায়েল যেভাবে শত্রু দমনে নেমেছে, তাতে পরের লক্ষ্য যে খামেইনি, তা নিয়ে সন্দেহ নেই।
কারণ, আরব দুনিয়ায় ইজরায়েলের কঠোর শত্রু হিসেবে পরিচিত প্যালেস্তাইনি সংগঠন হামাস এবং লেবাননের জঙ্গি সংগঠন হিজবুল্লার পেছনে স্পষ্ট মদত রয়েছে ইরানের। আর সেই কারণেই খামেইনিকে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।
হাসান নাসরাল্লাকে খতম করার পরপরই পরমাণু শক্তিধর ইরানের শীর্ষ ধর্মীয় নেতা আয়াতুল্লা খামেইনি হুঁশিয়ারি দিয়ে বলেন, হিজবুল্লাকে আঘাত করার কাজে ইজরায়েল খুবই দুর্বল। ইহুদিদের এই হামলাতেও নতজানু হবে না মুসলিম প্রতিরোধ বাহিনী।
মনে করা হচ্ছে, আরব দুনিয়ার জঙ্গি সংগঠনগুলোকে অর্থ ও অস্ত্র দিয়ে সাহায্য করছে তেহরানের শাসকরা। সেই সাপ্লাই লাইন বন্ধ করতেই টার্গেট করা হচ্ছে খামেইনিকে।
প্রসঙ্গত, শুক্রবার রাত থেকে শনিবার পর্যন্ত লেবাননের দক্ষিণ বেইরুটে হিজবুল্লার শক্ত ঘাঁটি লক্ষ্য করে টানা হামলা চালিয়েছে। তাঁদের উদ্দেশ্যই ছিল হিজবুল্লা প্রধান ও শীর্ষ নেতাদের খতম করা। আর এর পরের সম্ভাব্য টার্গেট খামেইনি।