ইরানের দাবি, ইজরায়েল পরমাণু অস্ত্র মারলে পাকিস্তানও ইজরায়েলে পরমাণু বোমা মারার প্রতিশ্রুতি দিয়েছে।
পরমাণু অস্ত্রেই তাদের জবাব দেওয়ার নিশ্চয়তা দিয়েছে পাকিস্তান।
শেষ আপডেট: 16 June 2025 06:10
দ্য ওয়াল ব্যুরো: ইরান-ইজরায়েল চলতি সংঘর্ষের মধ্যেই পরমাণু অস্ত্র প্রয়োগের হুমকি শুরু হয়ে গিয়েছে। ইরানের দাবি, ইজরায়েল পরমাণু অস্ত্র মারলে পাকিস্তানও ইজরায়েলে পরমাণু বোমা মারার প্রতিশ্রুতি দিয়েছে। ইরানি বাহিনীর শীর্ষস্থানীয় কমান্ডার তথা জাতীয় নিরাপত্তা পরিষদের সদস্য মহসিন রেজায়ি-র দাবি, ইজরায়েল যদি পরমাণু ক্ষেপণাস্ত্র চালায়, তাহলে পরমাণু অস্ত্রেই তাদের জবাব দেওয়ার নিশ্চয়তা দিয়েছে পাকিস্তান।
একটি ইরানি টিভিকে সাক্ষাৎকারে রেজায়ি এই দাবি করলেও পাকিস্তানের তরফে এর সত্যতা স্বীকার করা হয়নি। ইজরায়েলের বুকে পাকিস্তান পরমাণু ক্ষেপণাস্ত্র ছুড়তে পারে, এমন কোনও সম্ভাবনার কথাও ঘূণাক্ষরে শোনা যায়নি। যদিও রেজায়ি বলেন, পাকিস্তান আমাদের প্রতিশ্রুতি দিয়েছে যে, ইজরায়েল পরমাণু বোমা মারলে ওরাও পরমাণু হামলা চালিয়ে প্রতিরোধে সাহায্য করবে।
অন্যদিকে, পাকিস্তানে প্রতিরক্ষা মন্ত্রী এই দাবি নস্যাৎ করে দিয়েছেন। তিনি জানিয়েছেন, এখনও পর্যন্ত ইরানকে তেমন কোনও প্রতিশ্রুতি দেয়নি ইসালামাবাদ। ইজরায়েলের সঙ্গে সংঘর্ষ পরিস্থিতি আরও বৃদ্ধি পেলে পাকিস্তান ইরানের পাশে দাঁড়াবে, একথা স্পষ্ট জানিয়ে দিলেও পরমাণু বোমা মারার বিষয়টি অস্বীকার করেছেন পাক মন্ত্রী। একইসঙ্গে ইহুদি রাষ্ট্রের বিরুদ্ধে গোটা মুসলিম দুনিয়াকে ঐক্যবদ্ধ হওয়ার ডাকও দিয়েছে পাকিস্তান।
এদিকে, যুদ্ধ পরিস্থিতিতে দুই পক্ষকেই শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু, দুপক্ষই অনড় থাকায় উত্তেজনা ক্রমশ চড়ছে। ইজরায়েলের বুকে ক্ষেপণাস্ত্র চালানোয় ইরানকে হুমকি দিয়েছেন সেদেশের প্রতিরক্ষা মন্ত্রী। ইজরায়েলের সাধারণ মানুষকে হত্যা করার অপরাধের মাশুল গুনতে হবে তেহরানের বাসিন্দাদের। ইরানের নেতৃত্বকে কাপুরুষ খুনি বলে আখ্যা দিয়ে মন্ত্রী ইজরায়েল কাটৎজ বলেন, তেহরানের বাসিন্দাদের খুব শীঘ্রই মূল্য চোকাতে হবে।