শেষ আপডেট: 28th October 2024 12:28
দ্য ওয়াল ব্যুরো: হিব্রু ভাষায় একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খুলেছিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতল্লা আলি খামেনেই। কিন্তু তাঁর সেই অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিয়েছে এক্স কর্তৃপক্ষ। অভিযোগ, লাগাতার উস্কানিরমূলক পোস্ট হচ্ছিল সেখান থেকেই। যদিও দেখা গেছে, এই অ্যাকাউন্ট থেকে খুব বেশি ২টি পোস্টই হয়েছিল। অ্যাকাউন্ট সাসপেনশন নিয়ে বাড়তি কোনও বিবৃতি দেয়নি এক্স। কতদিনের জন্য অ্যাকাউন্ট সাসপেন্ড তাও বলা হয়নি।
আরব দুনিয়ার বর্তমান পরিস্থিতি কী তা কারও অজানা নয়। ইজরায়েলের সঙ্গে লাগাতার সংঘর্ষে লিপ্ত হামাস, লেবাননের হিজবুল্লা। তাঁদের পক্ষ নিয়ে ইরানও হামলা করেছে ইজরায়েলে। তার পাল্টা উত্তরও দিয়েছে নেতানিয়াহুর দেশ। এই পরিস্থিতির মধ্যেই ইজরায়েলকে নতুন করে হুঁশিয়ারি দিয়েছিলেন খামেনেই। নিজের ব্যক্তিগত সোশ্যাল অ্যাকাউন্ট থেকে তো বটেই, নতুন অ্যাকাউন্ট খুলেও বার্তা দেন। সেই অ্যাকাউন্টই সাসপেন্ড করে দিয়েছে এক্স।
এদিকে একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, এই মুহূর্তে গুরুতর অসুস্থ আয়াতল্লা আলি খামেনেই। মূলত বার্ধক্যজনিত রোগে ভুগছেন তিনি। তাই এই অবস্থায় ইরানের সর্বোচ্চ নেতার উত্তরসূরি নিয়ে জল্পনা তৈরি হয়েছে। ১৯৮৯ সালে রুহুউল্লাহ খোমেনির মৃত্যুর পর ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব খামেনেইয়ের কাঁধেই রয়েছে। তাঁর পর কাকে এই ভূমিকায় দেখা যাবে, সেটা নিয়েই এখন প্রশ্ন।
কিছুদিন আগেই ইরান আরব দুনিয়ার একাধিক দেশকে হুঁশিয়ারি দিয়ে স্পষ্ট বলেছিল, ইজরায়েলকে যেন কেউ সাহায্য করতে না এগিয়ে আসে। তাহলে ফল খারাপ হবে! আমেরিকার 'বন্ধু' হিসেবে পরিচিত অন্যান্য একাধিক দেশকেও তাঁরা সতর্ক করেছিল। ইরান স্পষ্ট জানিয়েছে, ইজরায়েল তাঁদের ওপর যে হামলা করেছে তার পর তাঁরা চুপ থাকবে না। পাল্টা দেবে। সে দেশের সর্বোচ্চ নেতা খামেনেই নেতৃত্ব দিয়ে সব পরিকল্পনা করছেন বলেই খবর ছিল। কিন্তু তিনি অসুস্থ হলে ইরানের পরবর্তী পদক্ষেপ কী হতে পারে তা নিয়ে চর্চা শুরু হয়েছে।