Date : 8th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
তোলাবাজির অভিযোগে হাওড়া তৃণমূলের এক নেত্রীর স্বামীর চাকরি গেল, রাতেই নির্দেশ পুলিশ কমিশনারেটের'ঐশ্বর্যার ব্রায়ের হুকটা চেপে ধরে...' পরিচালকের কথা মতো সকলের সামনেই সেই কাজ করেন ববিউঁকি দিচ্ছে বক্ষযুগল, স্পষ্ট সবুজ ব্রাও, দিশার খোলামেলা পোশাক দেখে লোকজন বলছে, 'উফ কী সেক্সি!'দিল্লিতে পুরনো গাড়িকে আর তেল দেবে না পেট্রল পাম্প, কলকাতা কতদূর?‘মেট্রো… ইন দিনো’র সাফল্যে আপ্লুত সারা আলি খান, বললেন, 'আমি যা কিছু করি সবই...''কসবাকাণ্ডে নির্লজ্জ মিথ্যাচার করছে বিজেপি', কার্তিকের প্রসঙ্গ টেনে বড় হুঁশিয়ারি কুণালেরটলিপাড়ার অচলাবস্থায় ক্ষুব্ধ হাইকোর্ট, ৭ দিনের মধ্যে সমাধানের নির্দেশ বিচারপতিরপ্রাক্তন প্রেমিকাকে খুন, রাগের বশে ছ'মাসের শিশুকেও কোপাল যুবক! দিল্লিতে নৃশংস হত্যাকাণ্ডভারতীয় নার্সের ফাঁসি ১৬ জুলাই, শেষ চেষ্টাও ব্যর্থ হলকসবাকাণ্ড: ২২ জুলাই পর্যন্ত মনোজিৎ-সহ চার অভিযুক্তর জেল হেফাজতের নির্দেশ
Israel Hezbollah Conflict

ইজরায়েলে থাকা ভারতীয়দের দিশেহারা অবস্থা! প্রাণ হাতে নিয়ে কাটছে প্রতি সেকেন্ড

ইজরায়েলের ওপর হামলার একাধিক ভিডিও ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। তাদের মধ্যে অনেকগুলিই শেয়ার করেছেন ভারতীয়রা।

ইজরায়েলে থাকা ভারতীয়দের দিশেহারা অবস্থা! প্রাণ হাতে নিয়ে কাটছে প্রতি সেকেন্ড

ইরান হামলা চালায় ইজরায়েলে - ফাইল ছবি

শেষ আপডেট: 3 October 2024 06:11

দ্য ওয়াল ব্যুরো: ইজরায়েলে থাকা ভারতীয়দের জীবন নিয়ে সংশয় দেখা দিয়েছে। বিগত কয়েকদিন ধরে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে কতদিন সুরক্ষিত থাকা যাবে সে দেশে, সেটাই বড় প্রশ্ন। লেবাননে ইজরায়েল সার্জিক্যাল স্ট্রাইক করার পর তাদের ওপর পাল্টা হামলা চালিয়েছে ইরান। এই অবস্থায় সে দেশে থাকা ভারতীয়রা চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। 

ইজরায়েলের ওপর হামলার একাধিক ভিডিও ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। তাদের মধ্যে অনেকগুলিই শেয়ার করেছেন ভারতীয়রা। তাঁদের স্পষ্ট কথা, ইজরায়েলের পরিস্থিতি একদমই ভাল নয়। প্রতিনিয়ত তাঁরা আতঙ্কে আছেন। কারও বাড়ির থেকে ১০০ মিটার বা ২০০ মিটার দূরে বোমা পড়েছে! সব মিলিয়ে আগামী কয়েক দিন বা সপ্তাহ কেমন যাবে তা বুঝে উঠতে পারছেন না কেউই। 

ইজরায়েল প্রশাসনের তরফে ইতিমধ্যেই দেশের নাগরিক সহ বিদেশি নাগরিকদের 'সেফ জোনে' চলে যেতে বলেছে। তাঁদের তরফে আশ্বাস দেওয়া হয়েছে, ভয়ের কিছু নেই। পরিস্থিতি মোকাবিলা করার যাবতীয় ব্যবস্থা তাঁরা নিয়েছে। শুধু সতর্ক করা হয়েছে, সাইরেন বাজা মাত্রই যেন সকলে যে কোনও আশ্রয়স্থলে ঢুকে যান, যে যেখানেই থাকুন না কেন। 

ভারতের বিদেশমন্ত্রক এবং ইজরায়েলের ভারতীয় দূতাবাস এখনও পর্যন্ত ভারতীয়দের ফিরিয়ে আনার ব্যাপারে কিছু বলেনি। তবে পরামর্শ দেওয়া হয়েছে, তাঁরা যেন সে দেশের সেফটি প্রোটোকল মেনে চলেন। আর কোনও রকম প্যানিক না করেন। দুই দেশ পরিস্থিতির ওপর নজর রাখছে বলেও আশ্বস্ত করা হয়েছে। 

বিগত দেড় সপ্তাহ ধরে লেবাননে টানা এয়ারস্ট্রাইক চালিয়েছে ইজরায়েল। দাবি করেছে, হিজবুল্লার প্রায় সব শীর্ষ নেতাকে তাঁরা খতম করেছে। এরপরই জানা যায়, দক্ষিণ লেবাননে ঢুকে গিয়ে হিজবুল্লা ঘাঁটি ধ্বংস করতে উদ্যত হয়েছে আইডিএফ। তবে হিজবুল্লাও ছেড়ে দেওয়ার পাত্র নয়। তারাও পাল্টা আক্রমণে আইডিএফ-এর ৮ জওয়ানকে মেরেছে। পাশাপাশি আরও ৭ জন গুরুতর আহত। 

এরই মধ্যে আবার ইজরায়েলে হামলা চালায় ইরান। পরপর মিসাইল হামলায় সে দেশের একাধিক অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এয়ারড্রোম থাকার কারণে বেশি ক্ষতি হয়নি ইজরায়েলের। যদিও প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছিলেন, ইরান যে ভুল করেছে তার মাশুল দিতে হবে। সময় মতো মূল্য চোকাবে তাঁরা। সেই প্রেক্ষিতে বলা যায়, আরব দুনিয়ায় এখন পুরোদস্তুর যুদ্ধ পরিস্থিতি। 


ভিডিও স্টোরি