দ্য ওয়াল ব্যুরো: ইন্দোনেশিয়ার ইজেন আগ্নেয়গিরির বিরল নীল আগুনের দৃশ্য শেয়ার করে ইন্টারনেটে ঝড় তুলেছেন ভারতীয় ট্র্যাভেল ভ্লগার ইসা খান। সম্প্রতি তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করা এই ভিডিও ইতিমধ্যেই লক্ষাধিক দর্শককে মোহিত করেছে।
ইসা খানের পোস্ট করা ভিডিওতে দেখা যায়, তিনি গভীর রাতে আগ্নেয়গিরির পথে হাঁটছেন। তাঁর মুখে গ্যাস মাস্ক। কারণ বাতাস ভারী হয়ে আছে সালফারের ধোঁয়ায়। চারপাশে কালো অন্ধকার। তারই মাঝে নীল আগুনের শিখা যেন এক ভৌতিক অথচ মায়াময় দৃশ্যের সৃষ্টি করেছে।