শেষ আপডেট: 30th November 2024 20:30
দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার শিকাগোর একটি পেট্রল পাম্পে গুলি করে খুন করা হল ভারতীয় পড়ুয়াকে। ওই পেট্রল পাম্পে তিনি কাজ করতেন বলে জানা গেছে। ২২ বছর বয়সী ওই তরুণের নাম সাই তেজ নুকারাপু।
তেলাঙ্গানার খাম্মাম জেলার বাসিন্দা সাই শিকাগোতে পড়াশোনার পাশাপাশি পার্ট টাইমে কাজ করতেন একটি পেট্রল পাম্পে। পরিবারের তরফে জানানো হয়েছে, শুক্রবার তাঁর ডিউটি ছিল না। কিন্তু এক বন্ধু তাঁকে থাকতে বলেন। সেই আবেদন রাখতেই তিনি থেকে যান। তাঁকে অতর্কিতে গুলি করে হত্যা করা হয়।
জানা গিয়েছে, তিনি এদেশে গ্র্যাজুয়েশন করেন প্রথমে তারপর এমবিএ করতে যুক্তরাষ্ট্রে যান। খবরটি শনিবার জানান তেলাঙ্গানার বিআরএস নেতা মধুসূদন থাতা।
তাঁর দেহ এদেশে আনার চেষ্টা চলছে। কথা বলা হচ্ছে সেদেশের প্রশাসনের সঙ্গে। কেন তাঁর ওপর গুলি চালানো হল, তা খতিয়ে দেখা হচ্ছে।