শেষ আপডেট: 23rd March 2025 10:04
দ্য ওয়াল ব্যুরো: এক ৪৮ বছর বয়সী ভারতীয় বংশোদ্ভূত মহিলাকে তাঁর ১১ বছর বয়সী ছেলেকে গলা কেটে খুন করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। মহিলার নাম সারিথা রামারাজু এবং তাকে খুনের অভিযোগে দোষী সাব্যস্ত হলে ২৬ বছর কারাদণ্ড অথবা জীবনের জন্য জেল হতে পারে।
২০১৮ সালে স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদ হওয়ার পর রামারাজু ক্যালিফোর্নিয়া ছেড়ে চলে যান। মার্চ মাসে, তিনি তাঁর ছেলেকে নিয়ে সান্তা আনা শহরে গিয়ে Disneyland-এ তিন দিনের পাস কিনেছিলেন। ১৯ মার্চ সকালে, তিনি ৯১১-এ ফোন করে বলেন, তিনি তার ছেলেকে হত্যা করেছেন এবং নিজেও কিছু ওষুধ খেয়েছেন।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে ১১ বছরের ছেলের মৃতদেহ খাটের উপর পড়ে থাকতে দেখে। ঘরটি Disney উপহারের জিনিসপত্রে ভর্তি ছিল এবং ছেলের মৃত্যু কয়েক ঘণ্টা আগের বলে জানা যায়। পুলিশ মহিলার কাছ থেকে একটি বড় মাংস কাটার ছুরি উদ্ধার করেছে, যা তিনি আগের দিন কিনেছিলেন। এরপর, তিনি কিছু অজানা পদার্থ খেয়ে হাসপাতালে ভর্তি হন এবং পরে গ্রেফতার হন।
অরেঞ্জ কাউন্টির ডিস্ট্রিক্ট অ্যাটর্নি টড স্পিটজার বলেন, “একটি শিশুর জীবন কখনই বাবা-মায়ের বিরোধের শিকার হওয়া উচিত নয়। শিশুর জন্য সবচেয়ে নিরাপদ স্থান তার মা-বাবার কোল।”
রামারাজু এবং তার স্বামী প্রকাশ রামাজু দীর্ঘদিন ধরে ছেলের অভিভাবকত্ব নিয়ে লড়াই করছিলেন। রামারাজু তার স্বামীকে মাদকাসক্তি এবং একতরফা সিদ্ধান্ত নেওয়ার অভিযোগ করেছিলেন, তবে প্রকাশ রামাজু এসব অভিযোগকে মিথ্যা বলে দাবি করেছেন।