শেষ আপডেট: 10th March 2025 11:41
দ্য ওয়াল ব্যুরো: ডমিনিকান রিপাবলিকে (Dominican Republic) ঘুরতে গিয়ে নিখোঁজ হয়ে গেলেন ভারতীয় বংশোদ্ভূত (Indian Origin) এক তরুণী। তিনি আমেরিকাতেই থাকেন এবং পিটসবার্গ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। বন্ধুদের সঙ্গে ডমিনিকান রিপাবলিকে ঘুরতে গেছিলেন তিনি। সেখান থেকেই নিখোঁজ (Missing) হয়ে যান। গত ৬ মার্চ থেকে তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে খবর।
নিখোঁজ তরুণীর নাম সুদীক্ষা কোনাকি (২০)। পাঁচ বন্ধুর সঙ্গে ডমিনিকান রিপাবলিকে ঘুরতে গেছিলেন তিনি। উঠেছিলেন পুন্টা কানার রিউ রিপাবলিকা হোটেলে। সুদীক্ষার বন্ধুরা জানিয়েছেন, তাঁকে শেষবার ৬ তারিখ ভোর ৪টের সময়ে দেখেছিলেন তাঁরা। বিচে কোনও একটি পার্টিতে ছিলেন সকলে। তবে বাকিরা চলে এলেও সুদীক্ষা কিছুজনের সঙ্গে পার্টিতেই থেকে যান। তারপর থেকেই তাঁর খোঁজ মিলছে না।
সুদীক্ষার বাবার বক্তব্য, নিজের বন্ধুদের ছাড়াও হোটেলে আসা অন্য পর্যটকদের সঙ্গে বিচে গেছিল সে। বন্ধুরা ফিরে এলেও মেয়ে আসেনি। তাঁর সন্দেহ, সুদীক্ষাকে অপহরণ করা হয়ে থাকতে পারে বা এটা মানব পাচারের ঘটনাও হতে পারে। তিনি আশঙ্কা করছেন, মেয়ের জীবন সংশয় রয়েছে। সে দেশের প্রশাসন ইতিমধ্যে একাধিক টিম তৈরি করে খোঁজ শুরু করেছে সুদীক্ষার। পার্টিতে মদ্যপান করার পর তিনি সমুদ্র নেমেছিলেন কিনা তা জানতে তৎপর তারা। এমনটা হলে সুদীক্ষার ডুবে মৃত্যু হওয়ার আশঙ্কা থেকে যায়।
সমুদ্র তল্লাশি অভিযান তো বটেই, বিচের আশেপাশে নানা জায়গায় তল্লাশি চালাচ্ছে পুলিশ। আকাশপথেও নজরদারি রাখা হচ্ছে। যেখানে পার্টি হচ্ছিল সেখানে কোনও সিসিটিভি ফুটেজ ছিল কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। তাহলে সেখান থেকে কোনও তথ্য হাতে পেরে পারে পুলিশ। এদিকে পিটসবার্গ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং ডমিনিক রিপাবলিকের ভারতীয় দূতাবাস সুদীক্ষার পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছে। তাঁদের সব রকম সাহায্যের আশ্বাসও দেওয়া হয়েছে।