শেষ আপডেট: 8th March 2025 18:37
দ্য ওয়াল ব্যুরো: অস্ট্রেলিয়ার (Australia) সিডনিতে মাদক খাইয়ে পাঁচ কোরিয়ান মহিলাদের (South Korean) ধর্ষণের অভিযোগ উঠেছিল বলেশ ধনখড় (Balesh Dhankhar) নামে এক ভারতীয়ের বিরুদ্ধে। সোমবারই অস্ট্রেলিয়ার একটি আদালত তাকে দোষী সাব্যস্ত করে। সাম্প্রতিক সময়ে ‘সবথেকে নিকৃষ্ট ধর্ষণকারী’ বলেও চিহ্নিত করা হয় বলেশকে। শনিবার তাকে ৪০ বছরের কারাবাসের সাজা শোনাল আদালত (Court)।
সিডনির সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, সোমবার সিডনির একটি জেলা আদালত ওই ব্যক্তিকে দোষী সাব্যস্ত করে। পাঁচ কোরিয়ান মহিলাকে মিথ্যার জালে জড়িয়ে কাছে টানা। এর পর মাদক খাইয়ে অচৈতন্য করে ধর্ষণ করা হয় বলে জানানো হয়।
পুলিশ জানায়, মাদক খাইয়ে ধর্ষণ করার পাশাপাশি ধর্ষণের ঘটনা তার ঘরে থাকা গোপন ক্যামেরায় বন্দি করা হয়। আদালত বলে, "বলেশ ধনখড় সিডনির সাম্প্রতিক সময়ে ঘৃণ্যতম ধর্ষণকারী।"
জানা গিয়েছে, ৪৩ বছরের বলেশ ডেটা এক্সপার্ট হিসাবে কাজ করত। তার বিরুদ্ধে মোট ৩৯টি অভিযোগ আনা হয়েছে। আদালতে তার জামিনের আবেদন করলেও খারিজ হয়ে যায়। সেই সময়ই তাকে গ্রেফতার করতে নির্দেশ দেন বিচারক।
২০১৮ সালে অভিযুক্ত ধনখড়ের মোবাইলে প্রায় ১২টার মতো ভিডিও পায় পুলিশ। কিছু ক্ষেত্রে দেখা যায়, ভিডিওয় থাকা মহিলারা অচৈতন্য অবস্থায় রয়েছে। আবার অনেককে গোঙাতেও দেখা যায়। প্রত্যেক ভিডিও আলাদা আলাদা ফোল্ডারে রাখা ছিল। ফোল্ডারের নাম ছিল কোরিয়ান মহিলাদের নামে।