শেষ আপডেট: 1st January 2025 12:59
দ্য ওয়াল ব্যুরো: সংযুক্ত আরব আমিরশাহীতে বিমান দুর্ঘটনায় প্রাণ গেছে ভারতীয় বংশোদ্ভূত এক ডাক্তারের। পরিবারের সঙ্গে নতুন বছরকে স্বাগত জানাতে করেছিলেন নানারকম প্ল্যান। তার মধ্যে ছিল, বিমান ভাড়া নিয়ে শহর ঘুরে দেখা। সেই প্লেন চালাতে গিয়েই মৃত্যু হল তাঁর। এই ঘটনায় মৃত্যু হয়েছে আরও একজন মহিলার। তিনি পাক বংশোদ্ভূত।
২৬ বছর বয়সি সুলেমানের জন্ম এবং বড় হয়ে ওঠা আমিরশাহীতেই। বাবা, মা, ভাই এবং প্রেমিকাকে নিয়ে বিমানে করে শহর ঘোরার পরিকল্পনা করেছিলেন তিনি। যে বিমানে তাঁর দুর্ঘটনা হয়েছে তার ঠিক পরের বিমানটিতেই ওঠার কথা ছিল সুলেমানের ভাইয়ের। আমিরশাহীর রাস আল-খাইমার সৈকতে এই দুর্ঘটনা ঘটেছে।
দুর্ঘটনাগ্রস্ত বিমানের পাইলট ছিলেন সুলেমান এবং কো-পাইলট ছিলেন ওই পাক বংশোদ্ভূত মহিলা। দুজনরেই মৃত্যু হয়েছে এই ঘটনায়। সুলেমানের বাবা স্থানীয় সংবাদমাধ্যমে জানিয়েছেন, 'নতুন বছর উদযাপনের প্ল্যান করেছিল ছেলে। ভীষণ উৎসাহিত ছিল। কিন্তু এখন সবকিছু শেষ হয়ে গেছে। আমাদের জীবনটা যেন স্তব্ধ হয়ে গেছে। নতুন বছরের শুরুতেই সময় আমাদের জন্য থেমে গেছে। ছেলে আমাদের আলোর দিশা ছিল। তাঁকে ছাড়া আমরা কী ভাবে বাঁচব, জানি না...'
কী ভাবে হল এই দুর্ঘটনা? স্থানীয় সূত্রে জানা গেছে, কিছুদূর ওড়ার পরই বিমানে কিছু সমস্যা হয়। রেডিও সংযোগ নষ্ট হয়ে যায়। সুলেমানরা চেয়েছিলেন এমারজেন্সি ল্যান্ডিং করতে কিন্তু ব্যর্থ হন। তারপরই ঘটে দুর্ঘটনা। ইতিমধ্যে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ এবং বিমান পরিবহন দফতর।
সুলেমান ব্রিটেন থেকে পড়াশোনা করেছেন এবং দীর্ঘদিন ব্রিটিশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের সদস্য ছিলেন। পাশাপাশি নর্দান রেসিডেন্ট ডক্টরস কমিটির কো-চেয়ারম্যান পদেও কাজ করেছেন তিনি।