Date : 20th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
লন্ডনের রাস্তায় হাত ধরে ঘুরছেন চাহাল-মাহভাশ, দু'জনের মিষ্টি ভিডিও ভাইরালমহিলা পুলিশ আধিকারিকের সঙ্গে লিভ-ইন, ঝগড়ার পর গলা টিপে খুন! অভিযুক্ত CRPF জওয়ানএই রাজ্যের সমস্ত স্কুলে নিয়মিত গীতা পাঠ বাধ্যতামূলক, জানাল শিক্ষা পর্ষদ‘বিয়ে করলেই বিদেশ!' কানাডা-ফেরত সুন্দরীর ফাঁদে পাঞ্জাবের বহু পরিবার, ধৃত মা ও মেয়েট্রাম্পকে ‘যৌন হেনস্তাকারী’ বলতেই, ঠোঁট নাড়িয়ে সম্মতি! বললেন, 'হ্যাঁ ঠিক, এটাই সত্যি'ওষুধের বিনিময়ে যৌন সম্পর্ক! রোগীদের মাদক খাইয়ে 'ধর্ষণ'-এর অভিযোগ ভারতীয় চিকিৎসকের বিরুদ্ধেছাদ থেকে পড়ে মৃত্যু তরুণীর, স্বামী অবলীলায় বলছেন, 'পা পিছলে গেছিল, সবই ঈশ্বরের ইচ্ছা'Dilip Ghosh: জল্পনার অবসান! একুশে জুলাই শহিদ স্মরণে সভা করবেন দিলীপ ঘোষওব্রহ্মপুত্রে বিশ্বের বৃহত্তম নদীবাঁধ তৈরির কাজ শুরু করল চীন, জলসংকটের আশঙ্কায় উদ্বিগ্ন ভারত!পাটনা হাসপাতাল গুলিকাণ্ড: আনন্দপুর থেকে আটক আরও ৫ জন, পুলিশে জালে মোট ১০
PM Modi in Argentina

মোদীকে শুধু ‘হ্যালো’ বলতে ৪০০ কিমি দূর থেকে এলেন প্রবাসী ভারতীয়, হাত মিলিয়ে স্বপ্নপূরণ

পাঁচ দেশ ঘুরে কূটনৈতিক সম্পর্ক আরও মজবুত করার লক্ষ্যেই সফর করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সফরের তৃতীয় পর্বে শনিবার তিনি পৌঁছেছেন আর্জেন্টিনায়। 

মোদীকে শুধু ‘হ্যালো’ বলতে ৪০০ কিমি দূর থেকে এলেন প্রবাসী ভারতীয়, হাত মিলিয়ে স্বপ্নপূরণ

ফাইল ছবি

শেষ আপডেট: 5 July 2025 08:41

দ্য ওয়াল ব্যুরো: ৪০০ কিলোমিটার! ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Narendra Modi) সঙ্গে দেখা করতে এতটা পথ পাড়ি দিলেন এক প্রবাসী ভারতীয় (NRI Man)। তবে এই কষ্ট তাঁর সার্থকই হয়েছে। শুধু দেখা নয়, প্রধানমন্ত্রীর সঙ্গে হাতও মেলাতে (Handshake) পেরেছেন তিনি।

পাঁচ দেশ ঘুরে কূটনৈতিক সম্পর্ক আরও মজবুত করার লক্ষ্যেই সফর করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সফরের তৃতীয় পর্বে শনিবার তিনি পৌঁছেছেন আর্জেন্টিনায় (Argentina)। সেখানে পৌঁছনোর পরই প্রবাসী ভারতীয়দের মধ্যে মোদীকে নিয়ে চরম উন্মাদনা দেখা যায়। আর ওই ভারতীয়দের মধ্যে ছিলেন বিজয় কুমার (Vijay Kumar)। তিনিই ৪০০ কিলোমিটার পথ অতিক্রম করে দেখা করতে এসেছিলেন মোদীর সঙ্গে।

ঘটনাটি ঘটেছে আর্জেন্টিনার বুয়েনস আয়ার্সে। বিষয়টি নিয়ে এক সর্বভারতীয় সংবাদসংস্থাকে বিজয় বলেন, ‘‘আমি রোসারিও থেকে এসেছি, যা এখান থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে। শুধুমাত্র প্রধানমন্ত্রী মোদীকে 'হ্যালো' বলার জন্য এই দীর্ঘ সফর করেছি। সৌভাগ্যক্রমে ওঁর সঙ্গে হাত মেলানোরও সুযোগ পেয়েছি।’’

এর আগে নরেন্দ্র মোদী ঘানায় এবং ত্রিনিদাদ-টোবাগোয় সফর করেছেন। আর্জেন্টিনা সফরের পরে তাঁর পরবর্তী গন্তব্য ব্রাজিল ও নামিবিয়া। শনিবার আর্জেন্টিনার রাজধানীতে দ্বিপাক্ষিক সফরে পৌঁছন প্রধানমন্ত্রী মোদী। এই সফরে তাঁর আর্জেন্টিনার রাষ্ট্রপতি জাভিয়ের মিলে-র সঙ্গে বৈঠক হওয়ার কথা।

প্রধানমন্ত্রীর সঙ্গে ওই সাক্ষাৎ তাঁদের কাছে এক আবেগঘন মুহূর্ত বলেই দাবি করছেন প্রবাসীরা। এই সফরে বাণিজ্য, প্রযুক্তি ও কৌশলগত সহযোগিতা নিয়ে ভারত-আর্জেন্টিনার মধ্যে একাধিক গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ার সম্ভাবনা।

বিদেশ মন্ত্রকের সূত্র অনুযায়ী, এই সফরের লক্ষ্য ভারত-লাতিন আমেরিকা এবং আফ্রিকার সঙ্গে সহযোগিতার পরিসর আরও বিস্তৃত করা। মোদীর এই সফরকে কৌশলগত দিক থেকেও অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা।


ভিডিও স্টোরি