পাঁচ দেশ ঘুরে কূটনৈতিক সম্পর্ক আরও মজবুত করার লক্ষ্যেই সফর করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সফরের তৃতীয় পর্বে শনিবার তিনি পৌঁছেছেন আর্জেন্টিনায়।
ফাইল ছবি
শেষ আপডেট: 5 July 2025 08:41
দ্য ওয়াল ব্যুরো: ৪০০ কিলোমিটার! ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Narendra Modi) সঙ্গে দেখা করতে এতটা পথ পাড়ি দিলেন এক প্রবাসী ভারতীয় (NRI Man)। তবে এই কষ্ট তাঁর সার্থকই হয়েছে। শুধু দেখা নয়, প্রধানমন্ত্রীর সঙ্গে হাতও মেলাতে (Handshake) পেরেছেন তিনি।
পাঁচ দেশ ঘুরে কূটনৈতিক সম্পর্ক আরও মজবুত করার লক্ষ্যেই সফর করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সফরের তৃতীয় পর্বে শনিবার তিনি পৌঁছেছেন আর্জেন্টিনায় (Argentina)। সেখানে পৌঁছনোর পরই প্রবাসী ভারতীয়দের মধ্যে মোদীকে নিয়ে চরম উন্মাদনা দেখা যায়। আর ওই ভারতীয়দের মধ্যে ছিলেন বিজয় কুমার (Vijay Kumar)। তিনিই ৪০০ কিলোমিটার পথ অতিক্রম করে দেখা করতে এসেছিলেন মোদীর সঙ্গে।
ঘটনাটি ঘটেছে আর্জেন্টিনার বুয়েনস আয়ার্সে। বিষয়টি নিয়ে এক সর্বভারতীয় সংবাদসংস্থাকে বিজয় বলেন, ‘‘আমি রোসারিও থেকে এসেছি, যা এখান থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে। শুধুমাত্র প্রধানমন্ত্রী মোদীকে 'হ্যালো' বলার জন্য এই দীর্ঘ সফর করেছি। সৌভাগ্যক্রমে ওঁর সঙ্গে হাত মেলানোরও সুযোগ পেয়েছি।’’
#WATCH | Buenos Aires, Argentina: Vijay Kumar Gupta, a member of the Indian diaspora, says, "I have come here from Rosario, which is 400 kilometres from here, just to say hello to Prime Minister Narendra Modi. I got the opportunity to shake hands with him..." https://t.co/7yZBOqwXFT pic.twitter.com/jS0uoHPGUn
— ANI (@ANI) July 5, 2025
এর আগে নরেন্দ্র মোদী ঘানায় এবং ত্রিনিদাদ-টোবাগোয় সফর করেছেন। আর্জেন্টিনা সফরের পরে তাঁর পরবর্তী গন্তব্য ব্রাজিল ও নামিবিয়া। শনিবার আর্জেন্টিনার রাজধানীতে দ্বিপাক্ষিক সফরে পৌঁছন প্রধানমন্ত্রী মোদী। এই সফরে তাঁর আর্জেন্টিনার রাষ্ট্রপতি জাভিয়ের মিলে-র সঙ্গে বৈঠক হওয়ার কথা।
প্রধানমন্ত্রীর সঙ্গে ওই সাক্ষাৎ তাঁদের কাছে এক আবেগঘন মুহূর্ত বলেই দাবি করছেন প্রবাসীরা। এই সফরে বাণিজ্য, প্রযুক্তি ও কৌশলগত সহযোগিতা নিয়ে ভারত-আর্জেন্টিনার মধ্যে একাধিক গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ার সম্ভাবনা।
বিদেশ মন্ত্রকের সূত্র অনুযায়ী, এই সফরের লক্ষ্য ভারত-লাতিন আমেরিকা এবং আফ্রিকার সঙ্গে সহযোগিতার পরিসর আরও বিস্তৃত করা। মোদীর এই সফরকে কৌশলগত দিক থেকেও অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা।