শেষ আপডেট: 24th January 2025 23:03
দ্য ওয়াল ব্যুরো: ২০২২ সালে পাকিস্তান নৌসেনা গ্রেফতার করেছিল বাবু নামের এক ভারতীয় মৎস্যজীবীকে। তারপর থেকে তিনি করাচির জেলেই ছিলেন। তবে এখন তাঁর মৃত্যু হয়েছে বলে খবর। শাস্তির মেয়াদ পূর্ণ হলেও তাঁকে ছাড়া হয়নি বলে অভিযোগ উঠেছে। কিন্তু বাবুর মৃত্যু কীভাবে হল তা নিয়ে এখন অনেক প্রশ্ন।
একা বাবু নন, তাঁর মতো অন্তত ১৮০ জন মৎস্যজীবীকে এইভাবে গ্রেফতার করে রেখেছে পাকিস্তান। তাঁদের মধ্যে অনেকেরই শাস্তির মেয়াদ শেষ হয়েছে কিন্তু ছাড়া পাননি। বিগত ২ বছরের মধ্যে এই নিয়ে ৮ জন মৎস্যজীবীর মৃত্যু হয়েছে পাক জেলে। গ্রেফতার হওয়া সকল মৎস্যজীবীর বিরুদ্ধে আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘনের অভিযোগ রয়েছে।
ভারতীয় বিদেশমন্ত্রকের তরফে গত ডিসেম্বর মাসে এক বিবৃতি দিয়ে জানানো হয়, ২০৯ জন ভারতীয় মৎস্যজীবী বর্তমানে পাকিস্তানের জেলে বন্দি। তাঁদের মধ্যে ৫১ জন ২০২১ সাল থেকে, ১৩০ জন ২০২২ সাল থেকে ৯ জন ২০২৩ সাল এবং ১৯ জন ২০২৪ সাল থেকেই জেলে রয়েছেন। তাঁদের ছাড়ানোর দেওয়ার নানারকম চেষ্টা চালানো হলেও পাকিস্তান কোনও রকম ইতিবাচক পদক্ষেপ নিচ্ছে না বলেই দাবি।
এই ঘটনার ঠিক আগে ২০২৪ সালের এপ্রিল মাসে বিনোদ নামের আরও এক মৎস্যজীবী করাচি জেলেই মারা যান। তিনি আদতে ছিলেন মহারাষ্ট্রের বাসিন্দা। জানা গেছিল, জেলে থাকাকালীন তিনি পক্ষাঘাতে আক্রান্ত হয়েছিলেন। তার চিকিৎসা চলাকালীন মৃত্যু হয়েছিল।