শেষ আপডেট: 31st March 2024 12:27
দ্য ওয়াল ব্যুরো: জলদস্যুদের হাতে প্রাণটাই চলে যেতে বসেছিল। ভারতীয় নৌসেনা ঝাঁপিয়ে না পড়লে প্রাণ হাতে নিয়ে আর ফিরতে হত না পাকিস্তানের মৎস্যজীবীদের। সশস্ত্র সোমালিয়ার জলদস্যুদের সঙ্গে লড়াই করে ২৩ জন পাক মৎস্যজীবীকে রক্ষা করেছে ভারতীয় নৌবাহিনী। তাই মুক্তি পেয়ে ভারতের প্রতি কৃতজ্ঞতা জানাতে ভোলেননি তাঁরা৷ একসঙ্গে সবাই মিলে সমবেত কণ্ঠে তাঁরা চিৎকার করে বলেছেন ‘ইন্ডিয়া জিন্দাবাদ’৷
গত ২৯ মার্চ আরব সাগরে ইরানের একটি মাছ ধরার ট্রলার অপহরণ করে সোমালি জলদস্যুরা৷ ট্রলারটি ইরানের হলেও তাতে ২৩ জন পাকিস্তানি মৎস্যজীবী ছিলেন৷ আপৎকালীন বার্তা পেয়েই ওই ট্রলারটিকে উদ্ধার করতে ছুটে যায় ভারতীয় নৌবাহিনী৷ দীর্ঘ প্রায় ১২ ঘণ্টা লড়াই করে জলদস্যুদের হারিয়ে ট্রলারটির দখল নেন ভারতীয় নৌবাহিনীর জওয়ানরা৷ আত্মসমর্পণে বাধ্য করা হয় সোমালি জলদস্যুদের৷
এর পরেই ভারতীয় নৌবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ওই ট্রলারে থাকা পাকিস্তানি মৎস্যজীবীরা৷ কীভাবে ভারতীয় নৌবাহিনী তাঁদের জলদস্যুদের কবল থেকে উদ্ধার করেছে, একটি ভিডিও-তে সেই বর্ণনাও দিয়েছেন তাঁরা৷ নৌবাহিনীর এক্স হ্যান্ডেলে তা পোস্ট করা হয়েছে।
Successful Anti-Piracy Operation by the #IndianNavy.
— SpokespersonNavy (@indiannavy) March 30, 2024
After successfully forcing surrender of the nine armed pirates, #IndianNavy’s specialist teams have completed sanitisation & seaworthiness checks of FV Al-Kambar.
The crew comprising 23 Pakistani nationals were given a thorough… https://t.co/APEyIWmU9e pic.twitter.com/c6TbfL4Jrc
ভারত-পাক সম্পর্ক যেমনই হোক না কেন, যখনই পাকিস্তানের কোনও নাগরিক জলপথে বিপদে পড়েছেন তখনই তাঁদের বাঁচাতে ছুটে গেছে ভারতীয় নৌসেনা।
ভারতীয় নৌসেনার তরফে বিবৃতিতে জানানো হয়েছে, গত ২৮ মার্চই গোপন সূত্রে খবর এসেছিল, আল-কাম্বার নামক ইরানের একটি মাছ ধরার ভেসেলে আক্রমণ চালিয়েছে জলদস্যুরা। এরপরই ভারতীয় নৌসেনার দুটি জাহাজ অভিযান শুরু করে। দেখা যায়, সোমালিয়ার ৯ জন সশস্ত্র জলদস্যু ওই মাছ ধরার নৌকাটিকে অপহরণ করে রেখেছে। বন্দি বানিয়ে রাখা হয়েছে ভেসেলে থাকা ২৩ জন পাকিস্তানি মৎসজীবীকে। আইএনএস সুমেধা ও আইএনএস ত্রিশূল একসঙ্গে অভিযান চালায়। উদ্ধার করা হয় সকলকে।