শেষ আপডেট: 27th January 2025 20:50
দ্য ওয়াল ব্যুরো: ২০২৫ সালের গ্রীষ্মে ফের শুরু হতে চলেছে কৈলাস-মানস সরোবর যাত্রা। ভারত-চিনের মধ্যে দীর্ঘদিন বন্ধ থাকা এই পূণ্যযাত্রা নিয়ে অবশেষে বরফ গলল। বিদেশ মন্ত্রকের সচিব বিক্রম মিসরি সম্প্রতি চিন সফর করে সে দেশের বিদেশমন্ত্রী ওয়াং ই-র সঙ্গে বৈঠক করেন। এরপরই ভারতীয় পুণ্যার্থীদের জন্য সুখবর জানাল বিদেশ মন্ত্রক।
মন্ত্রকের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, 'ভারত ও চিন ২০২৫ সালের গ্রীষ্মে কৈলাস-মানস সরোবর যাত্রা পুনরায় শুরু করার বিষয়ে সম্মত হয়েছে। উভয় পক্ষ এই যাত্রা পুনরায় চালু করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে একমত হয়েছে। একই সঙ্গে সীমান্তবর্তী নদীগুলিতে তাপবিদ্যুৎ প্রকল্প নিয়েও বিশেষজ্ঞ পর্যায়ে আলোচনা হবে।'
কৈলাস-মানস সরোবর যাত্রা মূলত প্রতি বছর জুন থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে অনুষ্ঠিত হয়। ভারতীয় পুণ্যার্থীরা নাথু লা বা লিপুলেখ পাসের মাধ্যমে তিব্বতে প্রবেশ করেন এবং সেখান থেকে চিনা প্রশাসনের নিরাপত্তা ব্যবস্থার মধ্যে কৈলাসে পৌঁছন। সাধারণত নেপালের ট্র্যাভেল এজেন্সিগুলির মাধ্যমে এই যাত্রা সংগঠিত হয়। তবে ২০২০ সালে কোভিড অতিমারীর কারণে এই যাত্রা বন্ধ হয়ে যায়। একই সময়ে গালওয়ান সংঘাতের পর ভারত-চিন সম্পর্কের অবনতিতে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।
২০২৩ সালে চিনের পক্ষ থেকে যাত্রা পুনরায় চালু করার প্রস্তাব দেওয়া হলেও অতিরিক্ত খরচ এবং কঠোর বিধিনিষেধের কারণে অনেক ভারতীয় পুণ্যার্থী যাত্রা করতে পারেন না। তবে এবার দুই দেশের মধ্যে আলোচনা সফল হওয়ায় আশা করা হচ্ছে, ২০২৫ সালে এই পূণ্যযাত্রা যথাযথভাবে অনুষ্ঠিত হবে।
পুণ্যার্থীদের জন্য আরও সুবিধা দেওয়ার জন্য সরাসরি বিমান পরিষেবা চালুর বিষয়েও উভয় দেশের মধ্যে আলোচনা হয়েছে। বিদেশ মন্ত্রকের এই সিদ্ধান্তে পূণ্যার্থীদের জন্য নতুন আশার আলো দেখাচ্ছে।