শেষ আপডেট: 30th September 2024 21:30
দ্য ওয়াল ব্যুরো: ঝড়ের আগাম সতর্কতা ছিল। কয়েকশো বাসিন্দাকে আগেই সরানো হয়েছিল। কিন্তু তারপরও বিপর্যয় ঠেকানো গেল না। হ্যারিকেন হেলেনের তাণ্ডবে তছনছ ফ্লোরিডার বিস্তীর্ণ অঞ্চল। সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে স্টেইনহ্যাচি। কার্যত মানচিত্র থেকেই 'মুছে গেছে' আস্ত শহর।
গত বৃহস্পতিবার প্রায় ২২৫ কিমি বেগে ঝড় আছড়ে পড়েছিল এই শহরে। তারপর থেকে যেদিকে চোখ যাবে সেদিকেই ভয়ানক পরিস্থিতি। ঝড়ের দাপটে প্রচুর ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, বহু মানুষ রাস্তায় এসে পড়েছেন। ফ্লোরিডার উপসাগরীয় উপকূলের ছোট্ট শহর স্টেইনহ্যাচির অবস্থা করুণ। ঝড়ের আভাস পাওয়ার পর কমপক্ষে ৫০০ জনকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল প্রশাসনের তরফে। ঝড় থামার পর তাঁরা ফিরে এসে মনে করছেন, মানচিত্র থেকেই মুছে গেছে শহরটি। চারিদিকে শুধু ধ্বংসের ছবি।
প্রায় ১৫-২০ ফুট উচ্চতার ঝড় দেখেছেন বাসিন্দারা। এই শহরের কোনও বৈদ্যুতিই খুঁটিই আস্ত নেই। তাই গত শুক্রবার থেকে অবশিষ্ট বাড়ি, রেস্তোরাঁ, দোকানে কোনও বিদ্যুৎ নেই। যদিও স্থানীয় প্রশাসন জানিয়েছে, দ্রুত পরিস্থিতি ঠিক করার কাজ তাঁরা পুরোদমে করছেন। ইতিমধ্যে ১০০ জনের মৃত্যুর খবরও আসছে। তবে একাধিকজন নিখোঁজ বলেও জানা গেছে। তাই মৃতের সংখ্যা বাড়তে পারে বলেই আশঙ্কা।
ফ্লোরিডা ছাড়াও জর্জিয়া, টেনেসি এবং উত্তর ও দক্ষিণ ক্যারোলাইনার বিস্তীর্ণ এলাকায় এই ঝড়ের প্রভাব পড়েছে। কোথাও কোথাও ১৫ ফুটেরও বেশি উঁচু জলোচ্ছ্বাস দেখা গেছে। সরকারি সূত্রে ইঙ্গিত মিলেছে, হেলেনের তাণ্ডবে কোটি কোটি টাকার সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়েছে। তবে মনে করা হচ্ছে, এখন আর নতুন করে ঝড়ের সম্ভাবনা নেই। তাই পরিস্থিতিও দ্রুত স্বাভাবিক হবে।