শেষ আপডেট: 8th October 2024 09:50
দ্য ওয়াল ব্যুরো: এক সপ্তাহের ব্যবধানে দু'দুবার কেঁপে উঠল ইজরায়েল। সোমবার ইজরায়েলের হাইফা এলাকায় প্রায় ১৩৫টি 'ফাদি-১' মিসাইল হামলা চালায় হিজবুল্লাহরা। পাল্টা হিসেবে ৬০ মিনিটের মধ্যে দক্ষিণ লেবাননে হিজবুল্লাহদের ১২০টি ঘাঁটিতে মিসাইল অভিযান চালিয়েছে ইজরায়েলের সেনা বাহিনী।
সোমবার রাতে সেনা বাহিনীর তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, বায়ু সেনা ৬০ মিনিটের মধ্যে লেবাননে ১২০টি ঘাঁটি গুড়িয়ে দিয়েছে।
বিগত দু'সপ্তাহ ধরে লেবাননে টানা এয়ারস্ট্রাইক চালিয়েছে ইজরায়েল। দাবি করেছে, হিজবুল্লার প্রায় সব শীর্ষ নেতাকে তাঁরা খতম করেছে। এরপরই জানা যায়, দক্ষিণ লেবাননে ঢুকে গিয়ে হিজবুল্লা ঘাঁটি ধ্বংস করতে উদ্যত হয়েছে আইডিএফ। তবে হিজবুল্লাও ছেড়ে দেওয়ার পাত্র নয়। তারাও পাল্টা আক্রমণে চালায়।
সূত্রের খবর, সোমবার ইজরায়েলের অন্যতম বড় শহর হাইফাতে রকেট ও মিসাইল হামলা চালায়। তাৎপর্যপূর্ণভাবে, এই প্রথমবার 'ফাদি-১' মিসাইল ব্যবহার করেছে লেবানন। জানা যাচ্ছে, অত্যাধুনিক এই মিসাইল খুবই মারাত্মক। এটি ৮০ কিলোমিটার পর্যন্ত দূরের টার্গেটে আঘাত হানতে পারে। রাতে পাল্টা জবাব দিয়েছে সেনাবাহিনীও।
এদিকে হামলা পাল্টা হামলাকে কেন্দ্র করে ইজরায়েলে থাকা ভারতীয়দের জীবন নিয়ে সংশয় দেখা দিয়েছে। বিগত কয়েকদিন ধরে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে কতদিন সুরক্ষিত থাকা যাবে সে দেশে, সেটাই বড় প্রশ্ন। চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন তাঁরা।