শেখ হাসিনা ও ডোনাল্ড ট্রাম্প
শেষ আপডেট: 6th November 2024 22:31
দ্য ওয়াল ব্যুরো: ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে বিবৃতি দিলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর দল আওয়ামী লিগ এক বিবৃতিতে জানিয়েছে, শেখ হাসিনা ট্রাম্পকে পাঠানো অভিনন্দন বার্তায় তাঁর প্রথম সরকারের সময়ে বাংলাদেশ-মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সুসম্পর্কের কথা উল্লেখ করেছেন।
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসও ট্রাম্পকে বুধবার বিকালে অভিনন্দন জানিয়েছেন আমেরিকার ৪৭ তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায়। ট্রাম্প এই নিয়ে দ্বিতীয়বার আমেরিকার প্রেসিডেন্ট হতে চলেছেন।
ট্রাম্প জিততেই হাসিনার দল আওয়ামী লিগ নেত্রীর সঙ্গে সাবেক মার্কিন প্রেসিডেন্টের ছবি সমাজ মাধ্যমে ভাইরাল করে দিয়েছে।রাজনৈতিক ও কূটনৈতিক মহলের একাংশের মতে, ট্রাম্পের জয়ে হাসিনা ও আওয়ামী লিগের সুদিন ফিরতে পারে। ওয়াকিবহাল মহল মনে করছে, হোয়াইট হাউস ফের রিপাবলিকানদের দখলে যাওয়ায় চাপে পড়লেন ইউনুস। তিনি ডেমোক্র্যাটদের ঘরের লোক বলে পরিচিত। তার উপর ভোটের মুখে ট্রাম্প বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতনের ঘটনার তীব্র সমালোচনা করেন। এখনও পর্যন্ত বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ট্রাম্পের কথার বিরোধিতা করেনি। ঘটনাচক্রে আওয়ামী লিগ ও শেখ হাসিনা সংখ্যালঘুদের উপর নির্যাতনের ঘটনায় টানা সরব। ইউনুসের সঙ্গে ফোনালাপে এই ব্যাপারে ক্ষোভ প্রকাশ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
তাৎপর্যপূর্ণ হল, ট্রাম্পকে হাসিনার অভিনন্দন জানানোর কথা আওয়ামী লিগ দলের প্যাডে লিখিতভাবে জানিয়েছে। হাসিনা দেশ ছাড়ার পর এই প্রথম নেত্রীর বক্তব্য লিখিত বিবৃতি দিয়ে জানিয়েছে দলটি। আওয়ামী লিগের দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া বুধবার রাতে লিখিত বিবৃতিতে হাসিনার আমেরিকার প্রেসিডেন্ট পদে জয়ী ট্রাম্পকে অভিনন্দন জানানোর বিষয়টি জানান।