শেষ আপডেট: 29th September 2024 18:09
দ্য ওয়াল ব্যুরো: লেবাননে মুহুর্মুহু বোমা হামলা করে সফল হয়েছে ইজরায়েল সেনা। খতম করতে পেরেছে হিজবুল্লা প্রধান হাসান নাসারাল্লাকে। প্রশ্ন উঠছিল এরপর সেই জায়গা কে নেবেন?
রোববার জল্পনা কল্পনা ঝেড়ে হিজবুল্লা জানিয়ে দিল হাশেম সাফেদ্দিন-এর নাম। তিনিই এখন তাদের নতুন প্রধান।
নাসারাল্লার পিঠোপিঠি সময়েই হিজবুল্লা দলে সামিল হয়েছিলেন সাফেদ্দিন। ২০১৭ সালে মার্কিন যুক্তরাষ্ট্র তাঁকে সন্ত্রাসী ঘোষণা করেছিল।
জুন মাসে এক হিজবুল্লা কমান্ডারের মৃত্যুর পর সরাসরি যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছিলেন সাফেদ্দিন। বেশিরভাগ সময়ই আমেরিকার বিরুদ্ধে মুখ খুলতেন। শুধু তাই নয়, হামাস-ইজরায়েল যুদ্ধেও প্যালেস্টাইনের পাশে দাঁড়িয়ে হুমকি দেন তিনি।
হিজবুল্লা প্রধান হওয়ার আগে তিনি গোষ্ঠীর কার্যনির্বাহী কাউন্সিলের প্রধান ছিলেন। পাশাপাশি দলের রাজনৈতিক ব্যাপারেও মতামতও রাখতেন।
বস্তুত, শুক্র রাত থেকে এখনও পর্যন্ত লেবাননের দক্ষিণ বেইরুটে টানা হামলা চলছে। উদ্দেশ্য ছিল হিজবুল্লা প্রধানকে হত্যা করা। সফলও হয়েছে ইজরায়েল সেনারা।
এরপর সেই জায়গায় এলেন সাফেদ্দিন। প্রসঙ্গত, নাসারাল্লার সঙ্গে রক্তের সম্পর্ক রয়েছে তাঁর। দেখতেও দু’জনকে অনেকটা একই রকম।