Date : 20th Jun, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
ইরান-ইজরায়েল যুদ্ধে আমেরিকা হস্তক্ষেপ করবে? সপ্তাহ দুয়েকের মধ্যে সিদ্ধান্ত নেবেন ট্রাম্পঅসুস্থ হয়ে পড়লেন অনশনরত দৃষ্টিহীন শিক্ষক, তড়িঘড়ি ভর্তি করা হল আরজি কর হাসপাতালেজ্বালানি কম, বিপদ এড়াতে গুয়াহাটি-চেন্নাই ইন্ডিগো বিমান ঘুরে গিয়ে নামল বেঙ্গালুরুতেএসএসসির চাকরিহারা শিক্ষাকর্মীরা রাজ্যের দেওয়া ভাতা কি পাবেন? শুক্রবার জানাবে হাইকোর্টইরানের পর ইজরায়েল থেকেও ভারতীয়দের ফেরাতে তৎপর নয়াদিল্লি, চলছে 'অপারেশন সিন্ধু'মোদী-ম্যাক্রঁর ঠাট্টা, উপহার গেল ডোকরা নন্দী, জি৭ সম্মেলনে আলোচনার বাইরেও অন্য মুহূর্তকালীগঞ্জের ভোটে মধ্যাঙ্গুলি প্রদর্শনের অভিযোগ বিজেপি প্রার্থীর বিরুদ্ধেচুপিসারে ইরানকে সাহায্য করছে চিন? তিনটি রহস্যময় ‘ডার্ক ফ্লাইট’ ঘিরে উঠছে প্রশ্নউচ্চপদে কর্মরতা স্ত্রী, ইগো সমস্যার জেরেই কি নববধূকে 'খুন'? হাওড়ায় শোরগোলDA নির্দেশ: ৬ সপ্তাহ শেষ হচ্ছে ২৭ জুন, কী বলছেন ডিএ আন্দোলনকারীরা?
Harvard University

ট্রাম্প সরকারের পদক্ষেপ বেআইনি এবং অযৌক্তিক, আদালতে গেল হার্ভার্ড কর্তৃপক্ষ

বিশ্বখ্যাত মার্কিন শিক্ষাপ্রতিষ্ঠান হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে (Harvard University) আন্তর্জাতিক ছাত্র ভর্তি স্থগিতের ঘোষণা করেছিল ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) প্রশাসন! এবার ট্রাম্প সরকারের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

ট্রাম্প সরকারের পদক্ষেপ বেআইনি এবং অযৌক্তিক, আদালতে গেল হার্ভার্ড কর্তৃপক্ষ

ডোনাল্ড ট্রাম্প ও হার্ভার্ড বিশ্ববিদ্যালয়

শেষ আপডেট: 23 May 2025 20:10

দ্য ওয়াল ব্যুরো: বিশ্বখ্যাত মার্কিন শিক্ষাপ্রতিষ্ঠান হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে (Harvard University) আন্তর্জাতিক ছাত্র ভর্তি স্থগিতের ঘোষণা করেছিল ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) প্রশাসন! এবার ট্রাম্প সরকারের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

শুক্রবার হার্ভার্ডের পরিচালন সমিতির প্রেসিডেন্ট অ্যালান এম গার্বার জানান, ট্রাম্প সরকারের এহেন পদক্ষেপ বেআইনি এবং যুক্তিযুক্ত নয়। অ্যালান জানিয়েছেন, এই কারণে বিধিনিষেধে স্থগিতাদেশ চেয়ে ইতিমধ্যেই আদালতে আইনি আবেদন জমা করা হয়েছে।

বৃহস্পতিবার  মার্কিন স্বরাষ্ট্র দফতরের (DHS) তরফে জানানো হয়, হার্ভার্ডের বিরুদ্ধে হিংসা ছড়ানো, ইহুদিবিদ্বেষ এবং চিনের কমিউনিস্ট পার্টির সঙ্গে যোগসাজশের অভিযোগ রয়েছে। তাই বিদেশি ছাত্র-ছাত্রী ভর্তি বন্ধের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে চলমান তদন্তের অংশ হিসেবে।

পাশাপাশি, ছ'দফা শর্ত না মানলে আগামী শিক্ষাবর্ষে বিদেশ থেকে আর পড়ুয়াদের ভর্তি নিতে পারবে না হার্ভার্ড। সঙ্গে এও বলা হয়, বিশ্ববিদ্যালয়ে এখন যে সব বিদেশি পড়ুয়া রয়েছেন, তাঁদের যত দ্রুত সম্ভব অন্য শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে ভর্তি হতে হবে। নচেত ভিসা বাতিল করে দেওয়া হবে।

অন্যদিকে, কোনও কারণ ছাড়াই বিদেশি ছাত্রদের ভিসা বাতিল করা হচ্ছে বলে যে অভিযোগ উঠেছিল, তার ভিত্তিতে দায়ের হওয়া একটি মামলায় ওকল্যান্ডের জেলা আদালত জানায়, এভাবে ভিসা বাতিল করা যাবে না। প্রেসিডেন্ট ট্রাম্পের সেই সিদ্ধান্ত সাময়িক ভাবে আটকে দেয় আদালত। 


ভিডিও স্টোরি