বিশ্বখ্যাত মার্কিন শিক্ষাপ্রতিষ্ঠান হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে (Harvard University) আন্তর্জাতিক ছাত্র ভর্তি স্থগিতের ঘোষণা করেছিল ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) প্রশাসন! এবার ট্রাম্প সরকারের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
ডোনাল্ড ট্রাম্প ও হার্ভার্ড বিশ্ববিদ্যালয়
শেষ আপডেট: 23 May 2025 20:10
দ্য ওয়াল ব্যুরো: বিশ্বখ্যাত মার্কিন শিক্ষাপ্রতিষ্ঠান হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে (Harvard University) আন্তর্জাতিক ছাত্র ভর্তি স্থগিতের ঘোষণা করেছিল ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) প্রশাসন! এবার ট্রাম্প সরকারের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
শুক্রবার হার্ভার্ডের পরিচালন সমিতির প্রেসিডেন্ট অ্যালান এম গার্বার জানান, ট্রাম্প সরকারের এহেন পদক্ষেপ বেআইনি এবং যুক্তিযুক্ত নয়। অ্যালান জানিয়েছেন, এই কারণে বিধিনিষেধে স্থগিতাদেশ চেয়ে ইতিমধ্যেই আদালতে আইনি আবেদন জমা করা হয়েছে।
বৃহস্পতিবার মার্কিন স্বরাষ্ট্র দফতরের (DHS) তরফে জানানো হয়, হার্ভার্ডের বিরুদ্ধে হিংসা ছড়ানো, ইহুদিবিদ্বেষ এবং চিনের কমিউনিস্ট পার্টির সঙ্গে যোগসাজশের অভিযোগ রয়েছে। তাই বিদেশি ছাত্র-ছাত্রী ভর্তি বন্ধের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে চলমান তদন্তের অংশ হিসেবে।
পাশাপাশি, ছ'দফা শর্ত না মানলে আগামী শিক্ষাবর্ষে বিদেশ থেকে আর পড়ুয়াদের ভর্তি নিতে পারবে না হার্ভার্ড। সঙ্গে এও বলা হয়, বিশ্ববিদ্যালয়ে এখন যে সব বিদেশি পড়ুয়া রয়েছেন, তাঁদের যত দ্রুত সম্ভব অন্য শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে ভর্তি হতে হবে। নচেত ভিসা বাতিল করে দেওয়া হবে।
অন্যদিকে, কোনও কারণ ছাড়াই বিদেশি ছাত্রদের ভিসা বাতিল করা হচ্ছে বলে যে অভিযোগ উঠেছিল, তার ভিত্তিতে দায়ের হওয়া একটি মামলায় ওকল্যান্ডের জেলা আদালত জানায়, এভাবে ভিসা বাতিল করা যাবে না। প্রেসিডেন্ট ট্রাম্পের সেই সিদ্ধান্ত সাময়িক ভাবে আটকে দেয় আদালত।