শেষ আপডেট: 8th December 2024 17:11
কলকাতা ব্যুরো: ফের কানাডায় খুন ভারতীয় বংশোদ্ভুত যুবক। শুক্রবার কানাডার এডমন্টনে নিরাপত্তারক্ষী হিসেবে কর্মরত ২০ বছর বয়সি যুবককে গুলি করে খুনের অভিযোগ উঠেছে। ঘটনায় ইতিমধ্যে দু’জনকে গ্রেফতার করে তদন্ত শুরু করেছে এডমন্টন পুলিশ সার্ভিস।
পুলিশ সূত্রে খবর, যুবকের নাম হর্ষনদীপ সিং। সিসিটিভি ফুটেজ দেখে তদন্তকারীরা জানতে পেরেছে, শুক্রবার রাতে এমন কাণ্ড ঘটেছে। সেদিন রাত সাড়ে ১২টা নাগাদ স্থানীয় একটি অ্যাপার্টমেন্ট ভবনে গুলির শব্দ পান। সেই মতো ১০৭ নম্বর অ্যাভিনিউতে পৌঁছে সিঁড়ির তলায় নিরাপত্তারক্ষীর দেহ দেখতে পান বলে খবর।
তবে হর্ষনদীপকে হাসপাতালে নিয়ে গিয়েও লাভ হয়নি। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশের হাতে যে সিসিটিভি ফুটেজ এসেছে তাতে দেখা যাচ্ছে তিন সদস্যের একটি দল আসে। একজন ভারতীয় যুবককে সিঁড়ি দিয়ে নিচে ঠেলে ফেলে দেয় এবং এবং অন্যজন তাঁকে পিছন থেকে গুলি মারছে।
দুই অভিযুক্তের নাম ইভান রেইন ও জুডিথ সল্টোক্স। দু’জনের বয়স ৩০ বছর। অভিযুক্তদের থেকে পিস্তল-শ একাধিক অস্ত্র উদ্ধার হয়েছে। সোমবার নিরাপত্তারক্ষীর দেহ ময়নাতদন্ত হওয়ার কথা রয়েছে।
গত শুক্রবারই কানাডায় ভারতীয় পড়ুয়াকে খুনের অভিযোগ সামনে আসে। গুরাশিস সিং নামে বছর বাইশের ওই ছাত্র সরনিয়ার ল্যাম্বটন কলেজে লেখাপড়া করতেন। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের নাম ক্রসলে হান্টার। গুরাশিসের সঙ্গেই কানাডায় একটি বাড়ি ভাড়া নিয়ে থাকত সে। পয়লা ডিসেম্বর কুইন স্ট্রিটের ওই বাড়ি থেকেই পাঞ্জাবি পড়ুয়ার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয় বলে জানা গেছে।
তদন্তকারীদের মতে, কোনও একটি বিষয়কে কেন্দ্র করে দু’জনের মধ্যে অশান্তি শুরু হয়। সে সময় আচমকাই সামনে পড়ে থাকা ছুরি গুরাশিসের বুকে বসিয়ে দেয় ক্রসলে।
একবার নয়, রাগ মেটাতে একাধিকবার ভারতীয় পড়ুয়ার শরীরে লাগাতার কোপ বসাতে শুরু করে সে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্তকে উদ্ধার করে এবং গুরাশিসের দেহ ময়নাতদন্তের জন্য পাঠায়।