শেষ আপডেট: 23rd August 2024 14:44
দ্য ওয়াল ব্যুরো: নাম দেওয়া হয়েছে ‘স্ট্যাচু অফ ইউনিয়ন’। আমেরিকার টেক্সাস শহরে উন্মোচিত হল ৯০ ফুটের হনুমান মূর্তি। মার্কিন শহরের নবতম ল্যান্ডমার্ক বলা হচ্ছে এই মূর্তিকে। ভারতের বাইরে এটিই সবচেয়ে বড় হনুমান মূর্তি। অন্যদিকে আমেরিকার তৃতীয় উচ্চতম মূর্তিও বটে। স্ট্যাচু অফ লিবার্টি (১৫১ ফুট) এবং পেগাসাস অ্যান্ড ড্রাগনের (১১০ ফুট) পরেই স্থান পেয়েছে ‘স্ট্যাচু অফ ইউনিয়ন’ ।
সুগারল্যান্ড এলাকার শ্রী অষ্টলক্ষ্মী মন্দির চত্বরেই এই নতুন মূর্তি স্থাপন করা হয়েছে। গত ১৫-১৮ আগস্ট পর্যন্ত সেখানে প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠান চলে। মন্দির কর্তৃপক্ষ জানাচ্ছে, ভগবান রাম ও মা সীতার পুনর্মিলনে ভগবান হনুমানের ভূমিকা উল্লেখযোগ্য। সেই কথা মাথায় রেখে মূর্তির নামকরণ করা হয়েছে ‘স্ট্যাচু অফ ইউনিয়ন’। মূর্তি তৈরির পিছনে বড় ভূমিকা নিয়েছেন পদ্মভূষণপ্রাপ্ত বেদজ্ঞ পণ্ডিত চিন্না জিয়ার স্বামী। উত্তর আমেরিককে আধ্যাত্মিক কেন্দ্র হিসেব গড়ে তুলতেই এই প্রয়াস।
‘জয় শ্রীরাম’ ও ‘জয় বজরংবলী’ ধ্বনিতে মূর্তি উন্মোচন হয়। সেই সময় হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টি করা হয়। পরানো হয় ৭২ ফুটের মালাও। হিন্দু আমেরিকান ফাউন্ডেশন একটি বিবৃতিতে বলেছে যে 'ভগবান রামের সেবার সময় হনুমান যথেষ্ট শক্তি, সাহস এবং বুদ্ধিমত্তা-সহ আরও অতুলনীয় ক্ষমতা প্রদর্শন করেন। উভয়ের মধ্যে বন্ধুত্ব অত্যন্ত গভীর। এই মূর্তি সেই প্রতিকীই বহন করে'।