শেষ আপডেট: 11th November 2024 20:31
দ্য ওয়াল ব্যুরো: হামাস কীভাবে অত্যাচার করে, তার একটি নিদর্শন দিল ইজরায়েল সেনা। সম্প্রতি একটি ভিডিও তাঁরা প্রকাশ্যে এনেছে যেখানে দেখা যাচ্ছে, এক ব্যক্তিকে বেঁধে রাখা হয়েছে চেইন দিয়ে। তাঁর মুখ ঢাকা। ওই ব্যক্তি কে, কেন তাঁকে ওভাবে আটকে রাখা হয়েছে তা স্পষ্ট নয়। আইডিএফ-এর দাবি, হামাস শুধু তাঁদের নয়, গাজারও শত্রু।
গত ১ বছর ধরে গাজায় ক্রমাগত হামলা চালিয়ে যাচ্ছে ইজরায়েল সেনা। হামাস তাঁদের দেশে হামলা করার পর থেকেই চলছে এই সংঘাত। এয়ারস্ট্রাইক, সার্জিক্যাল স্ট্রাইক সব হয়েছে। এই সংঘাতে হামাসের একাধিক শীর্ষ নেতাকেও খতম করা হয়েছে বলে দাবি আইডিএফ-এর। তাঁরা শুরু থেকেই হামাস নেতাদের বিরুদ্ধে সাধারণ নাগরিকদের অত্যাচারের অভিযোগ এনেছিল। এখন এই ভিডিও ফুটেজ কার্যত সেই অভিযোগকেই প্রতিষ্ঠা করে। যদিও এই ভিডিওর সত্যতা দ্য ওয়াল যাচাই করেনি।
যে ভিডিও প্রকাশ্যে এসেছে তা আদতে সিসিটিভি ফুটেজ। তাতে দেখা যাচ্ছে, এক ব্যক্তিকে চেইন দিয়ে বেঁধে ঝুলিয়ে রাখা হয়েছে। প্রায় ৪৭ মিনিট লম্বা এই ফুটেজে ওই ব্যক্তিকে কখনও হাত বাঁধা অবস্থায়, আবার কখনও পা বাঁধা অবস্থায় দেখা গেছে। তবে কোনও সময়ই তাঁর মুখ আঢাকা ছিল না, কালো কাপড় দিয়েই ঢাকা ছিল। ইজরায়েল সেনার দাবি, জিজ্ঞাসাবাদের নামে এইভাবেই গাজার সাধারণ নাগরিকদের ওপর অত্যাচার করে হামাস।
এই ফুটেজে আরও দেখা গেছে, কাউকে কাউকে উল্টে ঝুলিয়ে রাখা হয়েছে। এটাও স্পষ্ট, তাঁদের প্রচণ্ড মারধরও করা হয়েছে। আইডিএফ এই ভিডিও সোশ্যাল মাধ্যমে শেয়ার করে লিখেছে, 'যে নাগরিকদের সুরক্ষার কথা বলে লড়াইয়ের বার্তা দেয় হামাস, সেই নাগরিকদেরই অত্যাচারের নিদর্শন এই ফুটেজ।' একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম দাবি করেছে, ভাইরাল হওয়া এই ফুটেজ উত্তর গাজার কোনও একটি এলাকায় ২০১৮ থেকে ২০২০ সালের মধ্যে তোলা।