শেষ আপডেট: 31st October 2023 12:25
দ্য ওয়াল ব্যুরো: নৃশংস বললেও কম বলা হয়। নিখোঁজ হওয়ার ২৩ দিন পরে জার্মান তরুণীর ক্ষতবিক্ষত মুণ্ডহীন দেহ উদ্ধার হয়েছে। মাথার খুলিটি পাওয়া গেছে অন্য জায়গায়।
গত ৭ অক্টোবর নোভা মিউজিক ফেস্টিভ্যাল থেকেই ওই জার্মান তরুণী শানি নিকোলে লুককে অপহরণ করেছিল হামাস বাহিনী। তরুণীকে পণবন্দি করে রেখে অত্যাচার করা হচ্ছিল বলে অভিযোগ করে ইজরায়েল সরকার। এরপর একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। তাতে দেখা যায়, তরুণীর গায়ে থুথু দিচ্ছে হামাস সদস্যরা। তার জামাকাপড়ও ছিঁড়ে দেওয়া হচ্ছে। মেয়েটিকে বিবস্ত্র করে প্য়ারেড করানো হয়েছিল বলেও জানা গেছে। এমনকি তাঁকে মারধরের ছবিও প্রকাশ্যে এসেছে। ওই তরুণীকে ছেড়ে দেওয়ার জন্য নির্দেশ দেয় ইজরায়েল সরকার। এরপর বার কয়েক পণবন্দি জার্মান তরুণীর ছবিও সামনে এনেছিল হামাস।
দিনকয়েক আগেও আরও একটি ভিডিও ভাইরাল হয়। যেখানে দেখা যায়, একটি ট্রাকের পিছনে তরুণীর দেহ উপুড় হয়ে পড়ে রয়েছে। তাঁর হাতের ট্যাটু দেখে দেহটি শনাক্ত করে পরিবার। এরপর তরুণীর মৃত্যুর খবর নিশ্চিত করে ইজরায়েল সরকার।
ইজরায়েলের প্রেসিডেন্ট ইতচ্যাক হারজোগ বলেছেন,” পশুর মতো মুণ্ডচ্ছেদ করে তরুণীকে হত্যা করেছে হামাস। এমন বর্বরতা ভাবাই যায় না। মনে হচ্ছে আমরা কোনও কসাইখানায় রয়েছি। হামাসের অত্যাচার দিন দিন বেড়েই চলেছে। খুব বড় মূল্য চোকাতে হবে ওদের।“
সেই ৭ অক্টোবর থেকে চলছে যুদ্ধ। গাজা-সংলগ্ন এলাকায় ঢুকে মিউজিক ফেস্টিভ্যাল থেকে প্রায় ২৩০ জনকে অপহরণ করে নিয়ে যায়। হামাসের পরপর হামলায় প্রায় ১৪০০ জনের মৃত্যু হয়। তারপর ইজরায়েল সরকারও পাল্টা হামলা চালায়। দু-পক্ষের যুদ্ধে এখনও পর্যন্ত ৮ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।