Date : 14th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
'ওরাই দেশটা শেষ করেছে!' কানাডায় আবর্জনা ফেলার ভিডিও ভাইরাল হতেই সমালোচনার মুখে ভারতীয়রানিমিশা প্রিয়ার মৃত্যুদণ্ড রদ একপ্রকার অসম্ভব, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র১৮ জুলাই মোদীর সভায় আমন্ত্রিত দিলীপ, শমীকের হাত ধরে মঞ্চে ফিরছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতিসোনার গয়না বা রুপোর বাসন বন্ধক রেখে কী আর ঋণ নেওয়া যাবে না? নতুন ব্যাখ্যা রিজার্ভ ব্যাঙ্কেরসৌদি যাওয়ার টোপ! ১২ বছরের পাত্রী, ২০ বছরের বর, গোপন বিয়ের আসরে পুলিশের হানা‘তুমিই আমায় পূর্ণ করেছ!’ আলকারাজ-সিনারের দ্বৈরথের আড়ালে রয়েছে তীব্র প্যাশন, অটুট শ্রদ্ধাইজরায়েলি হামলায় মৃত্যুর মুখ থেকে বেঁচে গিয়েছেন ইরানের প্রেসিডেন্ট, তাঁর সন্ধান কে দিয়েছিল'মুড়ি মিছরি এক হয়ে গেছে', চাকরিহারা 'যোগ্য'দের নবান্ন অভিযান যথাযথ, বার্তা শমীকেরAhmedabad Plane Crash: যান্ত্রিক বা রক্ষণাবেক্ষণের ত্রুটি মেলেনি, জানালেন এয়ার ইন্ডিয়া সিইওরক্তে ভেসে যাচ্ছে ঘর, বাবাকে কুপিয়ে খুন করল মা, 'চুপ থাক, নাহলে তোকেও...', হুমকি কিশোরকে!
German Prince Harald Death

প্রথম সন্তান ভূমিষ্ঠ হতে আর কয়েকদিন বাকি, হার্ট অ্যাটাকে মৃত্যু জার্মানির প্রিন্স হ্যারাল্ড ভনের

আর মাত্র কয়েক দিনের মধ্যেই প্রথম সন্তানের জন্ম দিতে চলেছিলেন জার্মানির রাজপরিবারের সদস্য রাজকুমারী জোসেফা। ঠিক তার আগেই হৃদ্‌রোগে আকস্মিক মৃত্যু হল তাঁর স্বামী, ৬৩ বছর বয়সি রাজপুত্র হ্যারাল্ড ভন হোহেনৎসোলার্নের। 

প্রথম সন্তান ভূমিষ্ঠ হতে আর কয়েকদিন বাকি, হার্ট অ্যাটাকে মৃত্যু জার্মানির প্রিন্স হ্যারাল্ড ভনের

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 1 July 2025 18:41

দ্য ওয়াল ব্যুরো: আর মাত্র কয়েক দিনের মধ্যেই প্রথম সন্তানের জন্ম দিতে চলেছিলেন জার্মানির রাজপরিবারের সদস্য রাজকুমারী জোসেফা। ঠিক তার আগেই হৃদ্‌রোগে আকস্মিক মৃত্যু হল তাঁর স্বামী, ৬৩ বছর বয়সি রাজপুত্র হ্যারাল্ড ভন হোহেনৎসোলার্নের। রাজপুত্র কর্মসূত্রে নামিবিয়ায় ছিলেন, সেখানে হঠাৎই হৃদ্‌রোগে আক্রান্ত হন তিনি।

রাজপুত্র হ্যারাল্ডের মৃত্যুর খবরটি সোশ্যাল মিডিয়ায় নিশ্চিত করেন রাজকুমারী জোসেফা নিজেই। ইনস্টাগ্রামে আবেগঘন বার্তায় তিনি লেখেন, "এই শোক আমার হৃদয় ভেঙে দিয়েছে। আমাকে সময় দিন—শোক করার, বিদায় জানানোর এবং আমাদের অনাগত সন্তানের পাশে থাকার। আমি তাই আপাতত নির্বাচনী প্রচার এবং সোশ্যাল মিডিয়া থেকে সরে যাচ্ছি।"

৫১ বছর বয়সি রাজকুমারী জোসেফা জার্মানির বাডেন-ভুটেমবার্গ রাজ্যের লেওনবার্গ শহরের মেয়র পদে পুনর্নির্বাচনের জন্য প্রচার চালাচ্ছিলেন। স্বামীর মৃত্যুর পরে তিনি জানান, এই পরিস্থিতিতে প্রচার চালানো তাঁর পক্ষে সম্ভব নয়।

"প্রিয় লেওনবার্গবাসী," ইনস্টাগ্রামে লেখা এক বার্তায় তিনি বলেন, "আজ আমি অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আপনাদের উদ্দেশে লিখছি। আমার প্রিয় স্বামী হ্যারাল্ড ভন হোহেনৎসোলার্ন হঠাৎ হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। এই ক্ষতি আমায় ভীষণভাবে ভেঙে দিয়েছে।"

জোসেফার অনুরাগীরা তাঁর বার্তায় সমবেদনা জানিয়েছেন। তিনি অনুরোধ করেছেন, এই কঠিন সময়ে যেন তাঁকে এবং তাঁর পরিবারকে ব্যক্তিগত পরিসরে শোক পালনের সুযোগ দেওয়া হয়। ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন রাজপুত্র হ্যারাল্ড ও রাজকুমারী জোসেফা। তাঁদের প্রথম সন্তানের জন্ম হওয়ার কথা ছিল এই জুলাই মাসেই।

জোসেফা একজন জনপ্রিয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব। স্থানীয়দের কাছে তিনি পরিচিত ‘গায়িকা মেয়র’ নামে। তিনি সংগীত ভালোবাসেন এবং নানা সাংস্কৃতিক অনুষ্ঠানে নিয়মিত অংশ নেন। জোসেফার সঙ্গে রাজপুত্র হ্যারাল্ডের আলাপ হয়েছিল ২০২২ সালে একটি বাণিজ্য মেলায়। বিয়ের পর জোসেফা রাজকুমারীর উপাধি লাভ করেন এবং তারপর থেকেই জনজীবনে সক্রিয় ভূমিকা পালন করতে শুরু করেন।

প্রসঙ্গত, হোহেনৎসোলার্ন রাজবংশ জার্মানির একটি প্রাচীন রাজপরিবার। রাজবংশটির ইতিহাস ১০৬১ সাল পর্যন্ত পৌঁছে যায়। এই রাজপরিবারের সঙ্গে ব্রান্ডেনবার্গ, প্রুশিয়া, রোমানিয়া এবং জার্মান সাম্রাজ্যের গভীর যোগ রয়েছে।
 


ভিডিও স্টোরি