শেষ আপডেট: 25th March 2024 16:14
দ্য ওয়াল ব্যুরো: সোমবার কলকাতায় অবস্থিত বাংলাদেশের উপ-দূতাবাস ভবনে পালিত হল সে দেশের গণহত্যা দিবস। ভবনের বাংলাদেশ গ্যালারিতে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে গণহত্যা দিবস নিয়ে তৈরি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। এরপর এক মিনিট নীরবতা পালন করেন উপস্থিত সকলে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানান উপ-হাইকমিশনার আন্দালিব ইলিয়াস এবং অন্য কর্মকর্তারা।
এরপর সে দেশের রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণী পাঠ করা হয়। গণহত্যা দিবস নিয়ে আলোচনা করেন দূতালয় প্রধান সিকদার মোহাম্মদ আশরাফুর রহমান এবং প্রথম সচিব (বাণিজ্য) মহম্মদ শামসুল আরিফ।
উপ-হাইকমিশনার আন্দালিব ইলিয়াস ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাতে এবং পরবর্তী ৯ মাসব্যাপী মহান মুক্তিযুদ্ধে সকল শহিদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি বলেন, বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে সর্বোচ্চ আত্মত্যাগের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে। তিনি গণহত্যা নিরসনে এবং ১৯৭১ সালে বাংলাদেশে গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনের জন্য বাংলাদেশ সরকারের নিরন্তর প্রচেষ্টার কথা তুলে ধরেন।
প্রসঙ্গত, স্বাধীন বাংলাদেশের স্বপ্ন ভঙ্গ করতে ১৯৭১-এর ২৫ মার্চের রাতে তৎকালীন পূর্ব পাকিস্তানের রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় পাক সেনা বাহিনী গণহত্যা চালায়। বাংলাদেশ সরকারের হিসাব অনুযায়ী সারারাত ব্যাপী অভিযানে প্রায় ৫০ হাজার মানুষকে হত্যা করা হয়। রাজধানীর রাজপথ থেকে অলিগলি পর্যন্ত মৃতদেহে ঢাকা পড়েছিল।