শেষ আপডেট: 26th July 2024 14:57
দ্য ওয়াল ব্যুরো: প্যারিসে অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠানের কয়েক ঘণ্টা আগে ফ্রান্সে হাইস্পিড রেল পরিষেবা বিধ্বস্ত। অগ্নিসংযোগসহ একাধিক জায়গায় হামলার ঘটনা ঘটেছে। এতে তিনটি অঞ্চলের রেললাইন ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেঙে পড়েছে যাত্রী পরিষেবা। আজ, শুক্রবার ফ্রান্সের রেল কোম্পানি এসএনসিএফ এক বিবৃতিতে এ খবর জানিয়েছে। তদন্তে নিযুক্ত সূত্র জানিয়েছে, সংগঠিতভাবে এই বিদ্বেষপূর্ণ কাজের পিছনে অন্তর্ঘাত রয়েছে।
এসএনসিএফ কর্তৃপক্ষ জানিয়েছে, রাতে একযোগে রেল নেটওয়ার্কে কয়েকবার হামলা চালানো হয়। এতে আটলান্টিক অঞ্চল, উত্তরাঞ্চল এবং পূর্বাঞ্চলের লাইনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। এসএনসিএফ আরও বলেছে, গোটা দেশের রেল নেটওয়ার্ককে অচল করে দিতে বড় ধরনের এই হামলা চালানো হয়েছে।
হামলার পর অনেকগুলো পথে রেল চলাচল বন্ধ রাখতে হয়েছে। ক্ষতিগ্রস্ত রেল যোগাযোগ ব্যবস্থাকে মেরামত করতে কমপক্ষে পুরো সপ্তাহ লেগে যাবে বলে ধারণা কর্তৃপক্ষের। এসএনসিএফ-এর বিবৃতি থেকে জানা গিয়েছে, হামলায় বিভিন্ন লাইন ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে ট্রেনগুলোকে অন্য পথে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। তবে এগুলোর মধ্যে বেশিরভাগেরই চলাচল আপাতত বন্ধ। তবে দক্ষিণ-পূর্বাঞ্চলে এ ধরনের আক্রমণের চেষ্টা ঠেকিয়ে দেওয়া গিয়েছে। এতে সেখানকার লাইনগুলো কোনওরকমে ঠিকঠাক আছে।
যাত্রীদের রেলপথে যাত্রা না করার জন্য পরামর্শ দিয়েছে এসএনসিএফ। কাউকে রেল স্টেশনের কাছে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ফ্রান্সের পরিবহনমন্ত্রী সামাজিক মাধ্যমে দেওয়া পোস্টে এই হামলার নিন্দা জানিয়েছেন। যত দ্রুত সম্ভব যোগাযোগ ব্যবস্থা চালুর চেষ্টা চলছে বলে জানান তিনি।
প্যারিসে অলিম্পিক্স আসরের উদ্বোধনী অনুষ্ঠানের আগে আগে এমন হামলা হল। এবার অলিম্পিকে ৭ হাজার অ্যাথলেট এবং তিন লাখ দর্শক অংশ নিচ্ছেন বলে স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রের খবর। দেশের রাজধানী মন্টপারনেসে স্টেশনে শয়ে শয়ে যাত্রীকে ট্রেনের অপেক্ষায় থাকতে দেখা গেল। প্রায় আধঘণ্টা থেকে ২ ঘণ্টা দেরিতে চলছে কিছু ট্রেন। সূত্রে জানা গিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হতে ২৯ জুলাই, সোমবার হয়ে যাবে।