শেষ আপডেট: 17th February 2025 19:55
দ্য ওয়াল ব্যুরো: মার্কিন সেনায় চাকরি করতেন। তবে বর্তমানে গাঁজা বিক্রি করার জন্য সংস্থা খুলে ফেলেছেন যুবক! তিনি আবার যে সে সেনাকর্মী ছিলেন না। ওসামা বিন লাদেনকে নিজ হাতে নিকেশ করেছিলেন তিনি। রবার্ট ও'নাইল নামের সেই সেনাকর্মীর সিদ্ধান্ত নিয়ে এখন চর্চা শুরু হয়েছে। হঠাৎ কেন এমন সিদ্ধান্ত নিলেন তিনি, তা নিজেই জানিয়েছেন রবার্ট।
আন্তর্জাতিক এক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিয়ে রবার্ট জানিয়েছেন, সেনায় তাঁর যে অভিজ্ঞতা হয়েছে তার প্রেক্ষিতেই তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন। আসলে তিনি উপলব্ধি করেছেন, সেনাকর্মীদের জীবনে প্রচণ্ড চিন্তা এবং ট্রমা থাকে। তা থেকে যাতে তারা সাময়িক নিষ্কৃতি পান, সেই উদ্দেশেই গাঁজা বিক্রির কথা মাথায় এসেছে তাঁর। ইতিমধ্যে সংস্থাক একটি ওয়েবসাইটও লঞ্চ করেছেন রবার্ট।
নিউইয়র্কের প্রতিটি ডিসপেন্সরিতে গাঁজা সরবরাহের ভাবনা রয়েছে রবার্টের। এইভাবে তিনি সাধারণ মানুষের কাছে তাঁর দ্রব্য ছড়িয়ে দিতে চান। একই সঙ্গে তাঁর ভাবনায় রয়েছে, গাঁজা বিক্রি করে যা লাভ হবে, তার একটা অংশ তিনি প্রাক্তন সেনাকর্মী যারা বিশেষভাবে সক্ষম, তাদের সাহায্যে দেবেন। এর জন্য স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যোগাযোগ করার ভাবনাও রয়েছে তাঁর।
রবার্টের গাঁজার সংস্থার নাম 'অপারেটর'। সংস্থার যে ওয়েবসাইট তিনি লঞ্চ করেছেন তার মধ্যে সবুজ রঙের ছোঁয়া রয়েছে। এছাড়া তার দ্রব্যেরও হিলার-ইন্ডিকা, ওয়ারিওর-সতিভা, শুটার হাইব্রিড - এমন নাম দেওয়া হয়েছে। নিউইয়র্কের কোনও এক ফার্ম গাঁজা চাষ করবেন তিনি, তারপর সেখান থেকেই শহরের বিভিন্ন এলাকার স্টোরগুলিতে তা সরবরাহ করা হবে।
মার্কিন সেনার SEAL টিম ৬-এর সদস্য ছিলেন রবার্ট ও'নাইল। ওসামা বিন লাদেনকে শেষ গুলিটা তিনিই মেরেছিলেন বলে দাবি করা হয়। তার জন্যই বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছিলেন রবার্ট। এখন তিনি নিজেকে ভাগ্যবান বলে মনে করেন। রবার্টের কথায়, 'সেদিন আমরা লাদেনকে মারতে গেছিলাম, আর লাদেন আমাদের মারতে চেয়েছিল। যা খুশি হতে পারত। তবে আমরা জিতে ফিরেছি, এটাই ভাগ্যের ব্যাপার।'