শেষ আপডেট: 13th January 2025 12:46
দ্য ওয়াল ব্যুরো: এক সপ্তাহের বেশি সময় ধরে চলা ক্যালিফোর্নিয়ার দাবানলে লস এঞ্জেলসের অগ্নিকাণ্ড এখনও লাগামছাড়া হয়ে জ্বলে চলেছে। সোমবার থেকে ফের স্যান্টা আনা (স্থানীয় ঝড়ের মতো হাওয়া) বাতাসের পূর্বাভাসে আতঙ্ক নতুন করে ছড়িয়েছে। সোমবার পর্যন্ত অন্তত ২৪ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন বহু। প্রবল গতিবেগে ঝড়ো হাওয়ার দাপটে এ সপ্তাহে আগুন আরও ছড়ানোর আশঙ্কা রয়েছে। ফলে তা হলে এই অগ্নিকাণ্ড আরও ভয়াবহ আকার নিতে পারে।
লস এঞ্জেলসের অগ্নিনির্বাপক দফতরের প্রধান কেন হ্যাসকেট শহরের বাসিন্দাদের ধৈর্য ধরার অনুরোধ জানিয়েছেন। তিনি জানান, আমরা পরীক্ষা করে দেখছি ক্ষয়ক্ষতির পরিমাণ। আগুন আয়ত্তে না এলে বাড়ির চৌহদ্দির কাছাকাছি এখনও বিপজ্জনক। এই অবস্থায় দয়া করে কেউ আসার চেষ্টা করবেন না। আমাদের অনুমান প্যালিসেডসেই ৫০০০-র বেশি বাড়ি ধ্বংস হয়েছে আগুনে। নির্মাণ কাঠামো সব ভেঙে গিয়েছে। আমরা সর্ববৃহৎ বিপর্যয়ের মধ্যে রয়েছি। আমরা যত দ্রুত সম্ভব সব করার চেষ্টা চালিয়ে যাচ্ছি।
এর মধ্যে নতুন করে ঝড়ো হাওয়ার পূর্বাভাসে আগুনের ভয়াবহ চেহারা ফের রুদ্রমূর্তি নিতে চলেছে বলে অনুমান। আবহাওয়া অফিস থেকে সোম থেকে বুধবার পর্যন্ত ঝড়ো হাওয়া বইবার রেড ফ্ল্যাগ সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এদিন থেকে উপকূলীয় অঞ্চলে ৩০-৫০ মাইল বেগে এবং পাহাড়ি-তরাই এলাকায় ঘণ্টায় ৭০ মাইল বেগে হাওয়া বইবার সম্ভাবনা রয়েছে। এই অগ্নিকাণ্ডে ৪০,০০০ একরের বেশি এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। যার মধ্যে ২৩,০০০ একরই হল প্যাসিফিক প্যালিসেডসে। এর ভিতরে মাত্র ১৩ শতাংশ আগুন আয়ত্তে আনা গিয়েছে। ইটন অঞ্চলের আগুন মাত্র ২৭ শতাংশ আয়ত্তে এসেছে।