শেষ আপডেট: 9th March 2025 15:17
দ্য ওয়াল ব্যুরো: সোশ্যাল মিডিয়ায় (Social Media) প্রতি মুহূর্তে আমরা হাজার হাজার ভিডিও দেখলেও তার মধ্যে হাতেগোনা কিছু মুহূর্ত আমাদের হৃদয়ে জায়গা করে নেয়। সম্প্রতি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Viral Video) হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, আগুন থেকে প্রাণে বেঁচে যাওয়ার পর একটি ছোট্ট হরিণকে একজন দমকলকর্মী জল খাইয়ে দিচ্ছেন। ভিডিওটি ছড়িয়ে পড়তেই দমকলকর্মীকে প্রশংসায় ভরিয়েছেন নেটাগরিকরা। যদিও ভিডিওর সত্যতা, স্থান ও তারিখ যাচাই করেনি দ্য ওয়াল।
'নেচার ইস অ্যামেজিং' নামে একটি প্রোফাইল থেকে এক্স হ্যান্ডেলে ভিডিওটি পোস্ট করা হয়েছে। যেখানে একজন দমকলকর্মীকে জলের বোতল হাতে ধরে পরম স্নেহে হরিণটিকে জল পান করাচ্ছেন। ভয়ে রীতিমতো কাঁপতে থাকা ছোট্ট হরিণটি চুপটি করে তা খাচ্ছে। তবে আপদকালীন বিভাগে কাজ করলেও কর্মীর ধৈর্য এবং পশুদের প্রতি তাঁর মনোভাব ভিডিওটির গ্রহণযোগ্যতা কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে।
পোস্টটির ক্যাপশনে লেখা রয়েছে, "আগুন থেকে বেঁচে যাওয়ার পর দমকলকর্মী হরিণকে জল দিচ্ছেন এবং মুহূর্তে তা ভাইরাল হয়ে গিয়েছে। ইতিমধ্যে ভিডিওটি প্রায় ৭ লাখ মানুষ দেখে নিয়েছেন এবং সোশ্যাল মিডিয়ায় প্রশংসায় ভরিয়েছেন।
Fire fighter give deer water after it survived a fire pic.twitter.com/E8HDHt0n1n
— Nature is Amazing ☘️ (@AMAZlNGNATURE) March 5, 2025
একজন ব্যবহারকারী লিখেছেন, "এমন কন্টেন্ট প্রতিদিন দেখা উচিত। এটাকেই বলা হয় পবিত্র দয়া!" আরেকজন মন্তব্য করেন, "হৃদয়গ্রাহী! প্রাণীরাও আঘাত পাওয়ার পর ভালবাসা এবং যত্নের দাবিদার।"
অন্যদিকে, অনেকেই দমকলকর্মীর কাজের প্রশংসা করেছেন। একজন লেখেন, "এই কর্মীকে আশীর্বাদ করুন, নিরীহ আত্মার যত্ন নেওয়ার জন্য তিনি তাঁর সময়ের কিছু মুহূর্ত হরিণটিকে দিয়েছেন এবং বাঁচিয়ে তুলেছেন।" আরেকজন লেখেন, "প্রাণীরাও আমাদের মতোই ভয় পায়, তবে এটি সহানুভূতির এক সুন্দর উদাহরণ।"
তবে ভিডিওটি দেখে কিছু দর্শক আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন। একজন লেখেন, "আমার চোখে জল এসে গেছে। মানবতা একেই বলে।"
অনেকে আবার দাবানলের প্রভাব নিয়ে লেখেন, এটা আমাদের মনে করিয়ে দেয় যে এই দুর্যোগের সময় বন্যপ্রাণীরা কতটা কষ্ট ভোগ করে। তাদের রক্ষা করার জন্য সবসময় সতর্ক হওয়া উচিত।