Date : 14th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
দু’বার বদলানো হয়েছিল ফুয়েল কন্ট্রোল ইউনিট, তাও ড্রিমলাইনার ভেঙে পড়ল কেন, উঠছে প্রশ্ন'ওরাই দেশটা শেষ করেছে!' কানাডায় আবর্জনা ফেলার ভিডিও ভাইরাল হতেই সমালোচনার মুখে ভারতীয়রানিমিশা প্রিয়ার মৃত্যুদণ্ড রদ একপ্রকার অসম্ভব, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র১৮ জুলাই মোদীর সভায় আমন্ত্রিত দিলীপ, শমীকের হাত ধরে মঞ্চে ফিরছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতিসোনার গয়না বা রুপোর বাসন বন্ধক রেখে কী আর ঋণ নেওয়া যাবে না? নতুন ব্যাখ্যা রিজার্ভ ব্যাঙ্কেরসৌদি যাওয়ার টোপ! ১২ বছরের পাত্রী, ২০ বছরের বর, গোপন বিয়ের আসরে পুলিশের হানা‘তুমিই আমায় পূর্ণ করেছ!’ আলকারাজ-সিনারের দ্বৈরথের আড়ালে রয়েছে তীব্র প্যাশন, অটুট শ্রদ্ধাইজরায়েলি হামলায় মৃত্যুর মুখ থেকে বেঁচে গিয়েছেন ইরানের প্রেসিডেন্ট, তাঁর সন্ধান কে দিয়েছিল'মুড়ি মিছরি এক হয়ে গেছে', চাকরিহারা 'যোগ্য'দের নবান্ন অভিযান যথাযথ, বার্তা শমীকেরAhmedabad Plane Crash: যান্ত্রিক বা রক্ষণাবেক্ষণের ত্রুটি মেলেনি, জানালেন এয়ার ইন্ডিয়া সিইও
Father Jumps Off Cruise Ship to Save Daughter in Mid-Sea

জাহাজ থেকে মাঝসমুদ্রে পড়ল ৫ বছরের মেয়ে, বাঁচাতে ডেক থেকে ঝাঁপ বাবার! আবেগে ভাসলেন যাত্রীরা

যাত্রীদের মোবাইল ক্যামেরায় ধরা পড়ে আবেগে ভরা মুহূর্ত। এক হাতে মেয়েকে আঁকড়ে ধরেছিলেন বাবা, অন্য হাতে বাঁচার চেষ্টায় ভাসছিলেন জলে।

জাহাজ থেকে মাঝসমুদ্রে পড়ল ৫ বছরের মেয়ে, বাঁচাতে ডেক থেকে ঝাঁপ বাবার! আবেগে ভাসলেন যাত্রীরা

সংগৃহীত ছবি

শেষ আপডেট: 1 July 2025 06:30

দ্য ওয়াল ব্যুরো: এক মুহূর্তের সিদ্ধান্ত, আর তাতেই রক্ষা পেল পাঁচ বছরের শিশু। বাবা হিসেবে ব্যক্তি যা করলেন, তা দেখে প্রশংসায় পঞ্চমুখ নেটপাড়া। হাড়হিম করা ভিডিও দেখে অনেকেই বাবার সঙ্গে কাটানো এমন নানা গল্প শেয়ার করছেন।

ঘটনা বাহামাসের। এই এলাকা থেকে দক্ষিণ ফ্লোরিডা ফিরছিল একটি জাহাজ। হঠাৎই ডেক থেকে পড়ে যায় একটি শিশুটি। চোখের পলক ফেলার আগেই তার বাবা ঝাঁপিয়ে পড়েন চতুর্থ ডেক থেকে উত্তাল সমুদ্রে। ততক্ষণে ভয়ে হাতের নখ কামড়াতে শুরু করেছেন অনেকে। কেউ কেউ বলেও ফেলেন, 'লোকটা তো ছোট বিন্দুর মতো হয়ে গেল, চোখের ডুবে গেল।'

উত্তাল সমুদ্রে পাঁচ বছরের শিশু আর তার বাবা তখন ভেসে থাকার চেষ্টায়। জাহাজের নাবিক জানতেন না এই ঘটনার কথা তাই ছুটিয়ে চলেছেন যানটিকে। কিন্তু ইমার্জেন্সি ব্রেক কষতেই বুঝতে পারেন কিছু হয়েছে। ঘটনা জেনে দ্রুত জাহাজ ঘুরিয়ে ঘটনাস্থলে পৌঁছন। জাহাজে ফেলেন লাইফ বোট ও অন্যান্য সরঞ্জাম। প্রশিক্ষিত রেসকিউ দল পৌঁছয় জলে ভেসে থাকা বাবা-মেয়ের কাছে।

যাত্রীদের মোবাইল ক্যামেরায় ধরা পড়ে আবেগে ভরা মুহূর্ত। এক হাতে মেয়েকে আঁকড়ে ধরেছিলেন বাবা, অন্য হাতে বাঁচার চেষ্টায় ভাসছিলেন জলে। রেসকিউ বোট পৌঁছতেই মেয়েকে তুলে দেন তাতে। পরে নিজে ওঠেন। ততক্ষণে ডেকজুড়ে খুশির কান্না আর হাততালি। এক যাত্রী বলেন, 'মেয়েটার মা কাঁদছিলেন। কিন্তু যখন দু’জনকে টেনে তোলা হল, তখনই ডেকের সমস্ত লোকজন হাউহাউ করে কাঁদতে শুরু করলেন। ঈশ্বরকে ধন্যবাদ, উনিই ওদের বাঁচিয়ে দিলেন।'

ডিজনি ক্রুজ কর্তৃপক্ষ এই তৎপরতার জন্য তাদের কর্মীদের কুর্নিশ জানিয়েছে। এক বিবৃতিতে তারা জানায়, 'আমাদের ক্রু সদস্যরা অসাধারণ দক্ষতা ও দ্রুততার সঙ্গে কাজ করে অতিথিদের নিরাপত্তা নিশ্চিত করেছেন। এই ঘটনা আবারও প্রমাণ করে আমাদের সুরক্ষা ব্যবস্থা কতটা মজবুত ও কার্যকর।'

সোমবার সকালেই জাহাজ পৌঁছয় পোর্ট এভারগ্লেডসে। যাত্রীরা তখনও আবেগে ভাসছেন। কারও মুখে অন্য কোনও কথা নেই, শুধু একটাই বিষয় ঘুরছে, এমন বাবাই তো প্রকৃত নায়ক।


ভিডিও স্টোরি