শেষ আপডেট: 18th October 2024 08:45
দ্য ওয়াল ব্যুরো: হামাসের নয়া প্রধান ইয়া সিনওয়ারকে খতম করা হয়েছে বলে দাবি করেছেন ইজরায়েল। দক্ষিণ গাজার এক অভিযান চালানোর সময়ই তার খোঁজ মিলেছিল। প্রাথমিকভাবে মৃত্যুর খবরে শিলমোহর না পড়লেও পড়ে ইজরায়েল সরকার তা নিশ্চিত করে। কয়েক মাস আগেই ইসমাইল হানিয়ের মৃত্যুর পর সিনওয়ারকেই গোষ্ঠী প্রধান বানিয়েছিল হামাস। তার মৃত্যুতে হামাস যে বড়সড় ধাক্কা খেল তা বলাই যায়।
ইজরায়েল সেনা দাবি করেছে, এক বছর আগে হামাস দেশে যে হামলা চালিয়েছিল তার অন্যতম প্রধান নেতা ছিল এই সিনওয়ার। হামলার 'আর্কিটেক্ট' বলা যেতে পারে। সম্প্রতি তাঁরা দক্ষিণ গাজায় সার্জিক্যাল স্ট্রাইক করেছে। সেই লড়াইয়েই এই নেতার মৃত্যু হয়েছে।
কে এই সিনওয়ার?
গাজার খান ইউনিসের একটি রিফিউজি ক্যাম্পে জন্মানো হামাসের এই নেতা ২২ বছর ইজরায়েলে জেলবন্দি ছিল! সেই কারণে ইজরায়েলি সেনার কার্যকলাপ, তাঁদের অভিযানের ধরন সম্পর্কে তার জ্ঞান ছিল। এইভাবেই গত এক বছর ধরে আইডিএফ-এর চোখে ধুলো দিয়ে লুকিয়ে থাকতে পেরেছিল সিনওয়ার।
ইজরায়েলের হয়ে গোয়েন্দাগিরি করার সন্দেহে ১২ জন প্যালেস্টাইনী নাগরিককে হত্যা করার অভিযোগ ছিল তার বিরুদ্ধে। সেই কারণে সিনওয়ারকে 'খান ইউনিসের কসাই' নামে ডাকা হত। এও জানা যায়, এক সময় ব্রেন ক্যানসার ধরে পড়েছিল সিনওয়ারের। সেই সময় সে ইজরায়েল জেলে বন্দি। তখন তাকে সারিয়ে তোলেন সে দেশেরই চিকিৎসকরা।
হামাসের হাতে ধরা পড়া এক ইজরায়েলি জওয়ানের পরিবর্তে ২০১১ সালে ১ হাজার ২৭ জন জেলবন্দিকে ছেড়ে দেয় ইজরায়েল সরকার। তাদের মধ্যে ছিল এই সিনওয়ারও। গাজায় ফিরে সে-ই দ্রুত হামাসের শীর্ষস্তরে উঠতে শুরু করে।