পেন্টাগনের এক প্রাক্তন আধিকারিক মাইকেল রুবিনের কথায়, ভারতের প্রত্যাঘাত দেখার পর তড়িঘড়ি যুদ্ধবিরতি চেয়েছিল পাকিস্তান।
ফাইল ছবি
শেষ আপডেট: 15 May 2025 08:04
দ্য ওয়াল ব্যুরো: ভারতের 'অপারেশন সিঁদুর' (Operation Sindoor) নিয়ে পাকিস্তান অনেক মিথ্যে দাবি করেছে। ধীরে ধীরে তা আরও বেশি পরিষ্কার হচ্ছে। আন্তর্জাতিক একাধিক সংবাদমাধ্যমের রিপোর্ট স্পষ্ট বলেছে, ভারতের আক্রমণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পাকিস্তানের (Pakistan)। জঙ্গিঘাঁটি তো গুঁড়িয়ে গেছেই, পাক সেনার তথা নিরাপত্তা ব্যবস্থাও নড়বড়ে হয়েছে। এই প্রসঙ্গেই মার্কিন প্রশাসনের প্রাক্তন এক আধিকারিক (Ex US Official) বড় মন্তব্য করেছেন। এক কথায়, পাকিস্তানকে তুলোধনা করেছেন তিনি।
পেন্টাগনের (Pentagon) এক প্রাক্তন আধিকারিক মাইকেল রুবিনের (Michael Rubin) কথায়, ভারতের প্রত্যাঘাত দেখার পর তড়িঘড়ি যুদ্ধবিরতি চেয়েছিল পাকিস্তান। আসলে ভারত এত বড় হামলা করবে তা স্বপ্নেও কল্পনা করেনি তাঁরা। তাই যত দ্রুত সম্ভব হামলায় ইতি টানতে চেয়েছিল। কথা বলতে গিয়ে পাকিস্তানকে কুকুরের সঙ্গে তুলনা করে কটাক্ষ করেছেন রুবিন। বলেছেন, ''ভারতের আক্রমণ দেখে ভীতু কুকুরের মতো লেজ গুটিয়ে পালিয়েছিল পাকিস্তান। তাঁরা স্বীকার করছে না, কিন্তু এটা স্পষ্ট খুবই বাজে ভাবে ভারতের কাছে পরাজিত হয়েছে পাক সেনা।''
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে রুবিন আরও বলেন, ''পাকিস্তান সেনার ক্ষমতা নেই নিজের দেশের লোকেদের সুরক্ষা দেওয়ার। ওরা কী যুদ্ধ করবে তা নিজেরাই জানে না। তাই এক্ষেত্রে বলা যায়, ভারত শুধু সামরিক দিক থেকে নয়, কূটনৈতিক দিক থেকেও পাকিস্তানের বিরুদ্ধে জিতেছে।'' রুবিনের এও বক্তব্য, ভারতের জন্যই এখন গোটা বিশ্বের নজর পাকিস্তান মদতপুষ্ট জঙ্গি সংগঠন এবং ঘাঁটিগুলির দিকে। কিন্তু পাকিস্তান তো 'যুদ্ধ' জিতেছে বলে দাবি করছে? এই প্রেক্ষিতে রুবিনের কটাক্ষ, ইসলামাবাদের কাছে এই মিথ্যে প্রচার করা ছাড়া আর কোনও উপায় নেই। গোটা বিশ্ব দেখেছে যে কী হয়েছে, কারা করেছে। এখন নিজেদের ত্রুটি ঢাকার চেষ্টা করছে পাকিস্তান।
ইতিমধ্যে নিউ ইয়র্ক টাইমস হাই রেজ্যুলেশন উপগ্রহ ছবি ব্যবহার করে দাবি করেছে, মাত্র চারদিনের সংঘর্ষে পাকিস্তানের দিকের বেশ কয়েকটি বিমানঘাঁটিকে দুমড়ে দিয়েছে ভারতের বায়ুসেনা। তাঁদের রিপোর্ট বলছে, পাঁচ দশকের মধ্যে দুই পরমাণু অস্ত্র শক্তিধর দেশের এরকম বিধ্বংসী সামরিক অভিযান দেখা যায়নি। ভারতের 'অপারেশন সিঁদুর' অভিযানের পর ড্রোন ও অব্যর্থ নিশানাভেদী ক্ষেপণাস্ত্রের মুর্হুমুর্হু হামলায় সকলেই আরও বড় যুদ্ধের আশঙ্কায় ছিলেন। কিন্তু তার আগেই পর্যুদস্ত পাকিস্তান সংঘর্ষ বিরতির প্রস্তাব দেয়। বিশেষজ্ঞদের অনুমান, ভারতের নিশানাগুলি কৌশলগত ও প্রভাবের দিক থেকে অনেক বেশি কার্যকরী ছিল।
পাকিস্তানকে ভারতের বিরুদ্ধে সাহায্য করেছে দুটি দেশ। একটি চিন এবং অন্যটি তুরস্ক। পাকিস্তানের আকাশের সুরক্ষা দেয় শি জিংপিং-এর সেনা। আর ড্রোন দিয়ে তাদের ভারতে হামলা করতে উস্কে দিয়েছিল তুরস্ক। কিন্তু দুই ক্ষেত্রেই নাস্তানাবুদ হয়েছে ভারতের পড়শি দেশ। তবে মাত্র ২৩ মিনিটেই পাকিস্তানের চিনা প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেঙেছে ভারতীয় সেনা। নিয়ন্ত্রণরেখা অতিক্রম না করেই ৯ জায়গায় হামলা করা হয়েছে এবং জঙ্গিঘাঁটি তো বটেই, খতম করা হয়েছে ১০০-র বেশি সন্ত্রাসবাদীকেও। পাকিস্তানের চিনা এয়ার ডিফেন্স সিস্টেমকে কোথাও পাশ কাটিয়ে, কোথাও আবার অকেজো করে হামলা করতে সক্ষম হয়েছে ভারত। আর তাতেই চূড়ান্ত সফল হয়েছে 'অপারেশন সিঁদুর' অভিযান।