শেষ আপডেট: 11th December 2024 16:32
দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণ কোরিয়ার প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী কিম ইয়ং-হুন অন্তর্বাস দিয়ে আত্মহত্যার চেষ্টা করলেন বুধবার। কয়েকদিন আগেই প্রেসিডেন্ট য়ুন সুক ইওলের অত্যন্ত ঘনিষ্ঠ এই নেতা দেশে সামরিক শাসন জারির পরামর্শ দিয়েছিলেন বলে অভিযোগ। আনুষ্ঠানিকভাবে বুধবার সকালে তাঁকে গ্রেফতার করার আগে তিনি জামা ও পরনের অন্তর্বাস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন বলে পুলিশ জানিয়েছে।
বুধবার প্রেসিডেন্টের অফিসে পুলিশ অভিযান চালায়। সে সময়ই প্রেসিডেন্ট ইওল সরকারের অন্যতম সেনাপতি আত্মহত্যার ব্যর্থ চেষ্টা করেন বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। গত সপ্তাহে আমেরিকার বিশ্বাসভাজন দক্ষিণ কোরীয় প্রেসিডেন্ট আচমকা দেশে সামরিক শাসন জারি করেন। তারপরেই প্রবল বিক্ষোভের মুখে ফের তা প্রত্যাহার করে নিলেও দেশজুড়ে আন্দোলনের ঢেউয়ে কোণঠাসা হয়ে পড়েন প্রেসিডেন্ট।
গত ৩ ডিসেম্বর থেকে এশিয়ার চতুর্থ বৃহত্তম অর্থনীতির এই দেশে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। যার জেরে প্রেসিডেন্ট ও বর্তমান সরকারের মন্ত্রীদের বিরুদ্ধে পুলিশ-সেনা একযোগে নেমে পড়েছে। যার নেতৃত্ব দিচ্ছে সরকার-বিরোধীরা। রবিবার থেকে আটক করে রাখা কিমকে এদিন সকালের দিকে গ্রেফতার করতে প্রেসিডেন্টের অফিসে ঢুকেছিল পুলিশ। সেই সময় তিনি বাথরুমে গা ঢাকা দিয়ে জামা ও অন্তর্বাস খুলে আত্মহত্যা করতে যান। কিন্তু, পুলিশ বাথরুমের দরজা খুলে ঢুকে পড়ায় তা সম্ভব হয়নি। প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রীর কোনও ক্ষতি হয়নি।
দক্ষিণ কোরিয়ার আইন-বিচার বিভাগের এক অফিসার জানিয়েছেন, প্রাক্তন মন্ত্রীকে নজরদারিতে রাখা হয়েছে। তাঁর শারীরিক অবস্থা ভালো আছে। ইতিমধ্যেই অবশ্য দেশে ক্ষণস্থায়ী জরুরি অবস্থা জারির জন্য প্রকাশ্যে ক্ষমা চেয়ে নিয়েছেন কিম। বলেছেন, তিনি একাই এই ঘটনার জন্য দায়ী।