Date : 15th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
প্রেমিকের সঙ্গে মিলে হবু বরকে খুন করেন তরুণী! 'ভুল' সংশোধনে আশার আলো দেখাল সুপ্রিম কোর্টছোট পর্দায় ফিরছেন সন্দীপ্তা, এবার হিন্দি সিরিয়ালের নায়িকা রূপে নিজেকে প্রমাণ করবেন 'দুর্গা' পণের জন্য মারধর, শ্বশুরের যৌন হেনস্থায় সায় ছিল স্বামীর! শেষমেশ মেয়েকে নিয়ে আত্মঘাতী বধূ'মমতার মতো প্রধানমন্ত্রী পার্টি আর সরকারি সভাকে গুলিয়ে ফেলেন না', খোঁচা দিলীপেরআত্মহত্যার হুমকি দিয়েছিলেন আগেই! ওড়িশায় ছাত্রী-মৃত্যুতে 'প্রাতিষ্ঠানিক হত্যা' বলছেন বিরোধীরা খেজুরির মেলায় দু'জনের মৃত্যুতে রাজনৈতিক তরজা, দ্বিতীয়বার ময়নাতদন্ত চেয়ে হাইকোর্টে পরিবারভারতে ঢুকল টেসলা, এসইউভি ওয়াই মডেল দিয়ে শুরু, দামের পুরো তালিকা দিল মাস্কের কোম্পানিমৃত্যু হয়েছিল অন্তত ১০ বছর আগে! হায়দরাবাদের কঙ্কাল কাণ্ডে মোড় ঘোরাল পুরনো ফোন, বাতিল নোটভারতে 'এন্ট্রি' নিল টেসলা, মুম্বইয়ে প্রথম শোরুম খুলল ইলন মাস্কের কোম্পানিক্যালিফোর্নিয়ার রাস্তায় 'মানুষের চামড়ার' টেডি বিয়ার! তদন্তে যা জানা গেল
Pet Lion's Attack in Lahore

পাঁচিল টপকে লাহোরের রাস্তায় পোষ্য সিংহ, থাবায় ঘায়েল মহিলা ও ২ নাবালক

একটি বাড়ির পাঁচিল টপকে লাফ দিয়ে রাস্তায় নামে সিংহটি। তারপরেই দে ছুট দিয়ে সামনে পড়া এক মহিলার ঘাড়ের উপর ঝাঁপিয়ে পড়ে।

পাঁচিল টপকে লাহোরের রাস্তায় পোষ্য সিংহ, থাবায় ঘায়েল মহিলা ও ২ নাবালক

প্রতীকী ছবি।

শেষ আপডেট: 5 July 2025 12:11

দ্য ওয়াল ব্যুরো: পোষা সিংহ বাড়ি থেকে পালিয়ে ঘায়েল করল দুই শিশু ও এক মহিলাকে। পাকিস্তানের লাহোরের ব্যস্ত রাস্তায় ঘটা এই ঘটনায় স্থানীয় পথচারীরা হকচকিয়ে যান। সিংহকে ছুটে যেতে দেখে উপস্থিত লোকজনের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাঁরাও প্রাণভয়ে দৌড়াদৌড়ি শুরু করে দেন। পুলিশ ও বনকর্মীরা পরে ১১ মাস বয়সি ওই সিংহটি ধরে পশু সংরক্ষণ কেন্দ্রে পর্যবেক্ষণে রেখেছেন।

রাস্তায় রাখা সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, লাহোরের ব্যস্ত রাস্তায় লোকজন চলাচল করছিলেন। চায়ের দোকানে বসে গল্পগুজব করছিলেন কয়েকজন যুবক। কেউ দাঁড়িয়ে কথাবার্তা বলছিলেন। এমন সময় পাশের একটি বাড়ির পাঁচিল টপকে লাফ দিয়ে রাস্তায় নামে সিংহটি। তারপরেই দে ছুট দিয়ে সামনে পড়া এক মহিলার ঘাড়ের উপর ঝাঁপিয়ে পড়ে। অতর্কিত হামলায় মহিলা বাজারের ব্যাগ হাতে রাস্তায় পড়ে যান।

তাঁকে ছেড়েই সিংহটি এরপরে দুটি বাচ্চার মুখে ও ঘাড়ে থাবা মারে। তারাও রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে। পোষ্য সিংহের মালিকও তাকে ধরতে বাড়ি থেকে বেরিয়ে পিছন পিছন ছোটেন। কিন্তু, সিংহের গতির সঙ্গে পাল্লা দিতে পারেননি তিনি। পুলিশ জানিয়েছে, ঘায়েল হওয়া মহিলা ও শিশুদের জোরাল চোট লাগলেও বিপদের বাইরে তারা।

৫ বছরের ও ৭ বছরের দুই শিশুর বাবা বলেন, সিংহের থাবায় তাঁর দুই ছেলের হাতে-মুখে আঘাত লেগেছে। তাঁর অভিযোগ, সিংহটি যখন তাড়া করে বেড়াচ্ছিল, তখন তার মালিক মজা দেখছিলেন। সিংহের আক্রমণ দেখে বাড়ির লোক হাসছিল বলে তাঁর অভিযোগ। সেই অভিযোগের ভিত্তিতে সিংহের ৩ মালিককে গ্রেফতার করেছে পুলিশ। লাহোরের ডিআইজির দাবি, সিংহের মালিকরা পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। সিংহটি তারাই পাকড়াও করে নিয়ে গিয়েছিল। ১২ ঘণ্টার মধ্যে পুলিশ তাদের গ্রেফতার করে হাজতে পুরেছে।

বনকর্মীরা জানিয়েছেন, সিংহটি আলাদা রেখে পর্যবেক্ষণ করা হচ্ছে। তার স্বাস্থ্য এমনিতে ভালই আছে। পাক পাঞ্জাবে বন্য পশু বিশেষত বাঘ-সিংহ পোষা একটি পুরনো দস্তুর। অর্থবান, ক্ষমতা ও রহিসিয়ানা দেখাতে অনেকেই এরকম জংলি জানোয়ার পোষেন। গতবছর ডিসেম্বরে একটি পূর্ণবয়স্ক সিংহ লাহোরের একটি খাঁচা খুলে বেরিয়ে গিয়েছিল। তাকে নিরাপত্তা রক্ষীরা গুলি করে মেরেছিলেন।


ভিডিও স্টোরি