শেষ আপডেট: 2nd January 2025 12:31
দ্য ওয়াল ব্যুরো: ট্রাম্প হোটেলের সামনে সাইবারট্রাক বিস্ফোরণ হতেই সন্ত্রাসী হামলার অভিযোগ ইলন মাস্কের। লাস ভেগাসের ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেলের সামনে টেসলা সাইবারট্রাক বিস্ফোরণের ঘটনাকে সন্ত্রাসী হামলা বলেছেন টেসলার সিইও ইলন মাস্ক। তাঁর দাবি, গাড়িটিতে বিশেষ নকশা রয়েছে, ফলে বিস্ফোরণের প্রভাব কমিয়ে দিয়েছে। সেই সঙ্গে হোটেলটিকে বড়সড় ক্ষতি থেকে বাঁচিয়েছে।
ইলন মাস্ক এক্স-এ লিখেছেন, 'সাইবারট্রাক বিস্ফোরণ সামলে নিতে পেরেছে। লবির কাচের দরজাও ভাঙেনি। সন্ত্রাসীরা ভুল গাড়ি বেছে নিয়েছিল।'
বৃহস্পতিবার ভোরে হোটেলের সামনে একটি ২০২৪ মডেলের টেসলা সাইবারট্রাকে বিস্ফোরণ ঘটে। গাড়িটি ভাড়া নেওয়া হয়েছিল টুরো নামের একটি অ্যাপ থেকে। ঘটনায় একজন নিহত ও সাতজন আহত হন। আহতদের আঘাত সামান্য হলেও হোটেলটি নিরাপত্তার কারণে খালি করা হয়।
পুলিশ জানিয়েছে, সাইবারট্রাকের পেছনে রাখা আতশবাজি, গ্যাস ট্যাঙ্ক ও ক্যাম্পিং ফুয়েল বিস্ফোরণের কারণ। এগুলো একটি ডেটোনেশন সিস্টেম দিয়ে চালকের নিয়ন্ত্রণে ছিল। এফবিআই-এর মতে, তাঁরা সন্ত্রাসী হামলার দিকটিতে গুরুত্ব দিয়েই তদন্ত করছে।
ঘটনার সময়ের সঙ্গে নিউ অরলিয়ান্সে হওয়া আরেকটি হামলার মিল পাওয়া যাচ্ছে। সেখানেও এক ব্যক্তি পিকআপ ট্রাক চালিয়ে ভিড়ের মধ্যে ঢুকে পড়েন। ওই ঘটনায় ১৫ জন নিহত হন। হামলাকারী ছিলেন শামসুদ-দিন জব্বার, যিনি ইসলামিক স্টেট দ্বারা অনুপ্রাণিত বলে মনে করা হচ্ছে। দুই ঘটনায় ব্যবহৃত গাড়ি টুরো থেকে ভাড়া নেওয়া হয়েছিল। টুরো জানিয়েছে, যারা গাড়িটি ভাড়া করেছিলেন, তাঁদের কোনও অপরাধমূলক রেকর্ড ছিল না। সেই সঙ্গে সংস্থাটি তদন্তে পুরোপুরি সহযোগিতা করছে।